× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম সেমিফাইনালে আজ চ্যাম্পিয়ন ফিলিস্তিনের সামনে সেশেলস

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২০, বুধবার

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পায় সেশেলস। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরিশাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে  র‌্যাঙ্কিংয়ে ২০০ নম্বরে থাকা দেশটি। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লেখায় মরিশাসের চেয়ে ২৮ ধাপ পিছিয়ে থাকা সেশেলস। ফাইনালে উঠার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে বিটিভি ও আর টিভি।
সোমবার বাঁচা মরার ম্যাচটি ছিল বেশ নাটকীয়। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে সেশেলস। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করেও ফাইনালে যাওয়া হয়নি মরিশাসের।
নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডির বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল মরিশাস। একই দলের বিপক্ষে সেশেলসের হার ছিল ৩-১ গোলে। এক গোল কম হজম করে গ্রুপ পর্বের বাঁধা টপকে যায় সেশেলস। আজ ফিলিস্তিনকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়েছে তারা । এ ম্যাচে ১০৬ নম্বরে থাকা ফিলিস্তিনকে হারাতে পারলে তা হবে সেশেলসের জন্য অনেক বড় পাওনা। অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন বেশ আত্মবিশ্বাসী ফাইনালের ব্যাপারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর