× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইনজামাম

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, বুধবার

পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হওয়ায় বাংলাদেশের প্রশংসায় মেতেছে দেশটির সাধারণ ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাবেক তারকারাও। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বন্দনায় মাতলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ইনজামাম উল হক। সাবেক পাকিস্তান অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ম্যাচ উইনার’-এ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনার শুরুতেই বলেন, ‘পাকিস্তানে আসার সম্মতি জানানোয় বাংলাদেশকে ধন্যবাদ। পাকিস্তান সরকার ও বোর্ডের দেয়া সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তায় আস্থা রেখেছে তারা।’ তিন টি-টোয়েন্টি, দুই টেস্ট ও এক ওয়ানডে খেলতে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। যদিও এ ব্যাপারটি পছন্দ হয়নি সাবেক প্রধান নির্বাচক ইনজামামের। তিনি বলেন, ‘সিরিজটি ভাগে ভাগে না হয়ে একবারে সব ম্যাচ আয়োজন করলে ভালো হতো। তবে এটা নিশ্চিত-পাকিস্তানের ক্রিকেটপ্রেমী দর্শকদের সামনে খেলাটা উপভোগ করবেন বাংলাদেশের ক্রিকেটাররা।’ আজ রাতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাহমুদুল্লাহ-তামিমরা। ২৪ থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এরপর ৭-১১ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। শেষ দফায় ৩রা এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ই এপ্রিল সেখানেই শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর