× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চেলসিকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা, গোল, লাল কার্ড- মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আর আর্সেনালের লন্ডন ডার্বিতে দেখা গেল সবই। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটিতে ২৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে গানাররা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা বলেন, ‘চেলসির মতো প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাঠ ওরা যেভাবে ড্র করলো ম্যাচটা, সত্যিই অসাধারণ! আমার মনে হয়, আজকের রাতটা সবার জন্যই স্পেশাল।’ তবে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থা এখনো করুণ। সবশেষ ৮ প্রিমিয়ার লীগ ম্যাচে মাত্র এক জয় দেখা গানাররা ৩০ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। ১৯৯৫’র পর প্রথবার শীর্ষ-৬ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ক্লাবটি। অন্যদিকে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে।

স্ট্যামফোর্ড ব্রিজে ২৬তম মিনিটে নিজেদের ডিবক্সে চেলসির ইংলিশ ফরোয়ার্ড টামি আব্রাহামকে ফাউল করে লাল কার্ড দেখেন ডেভিড লুইস। আর পেনাল্টি পায় চেলসি।
স্পটকিক থেকে ব্লুদের এগিয়ে নেন জর্জিনহো। ২০১২-১৩ মৌসুমে হুয়ান মাতার পর চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে আর্সেনালের বিপক্ষে দুই লেগেই গোল পেলেন জর্জিনহো। আর্সেনাল গোলটা শোধ করে ৬৩তম মিনিটে। গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান-ইতালিয়ান ফরোয়ার্ড টানা দুই ম্যাচে গোল পেলেন।

ম্যাচের শেষ ১০ মিনিটে নাটকীয়তা। ৮৪তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন স্প্যানিয়ার্ড ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। কিন্তু আরেক স্প্যানিয়ার্ড ডিফেন্ডার হেক্টর বেয়েরিন জিততে দিলেন না চেলসিকে। ৮৭তম মিনিটে ডিবক্স থেকে গোল করে আর্সেনালকে আবার সমতায় ফেরান ফুলব্যাক হেক্টর বেয়েরিন। ইনজুরি কাটিয়ে ৫ই ডিসেম্বরের পর এদিন প্রথমবার প্রিমিয়ার লীগের ম্যাচ খেলতে নামেন অধিনায়ক বেয়েরিন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘বেয়েরিন সত্যিকারের অধিনায়ক।’ চেলসির ইংলিশ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড শিষ্যদের পারফরম্যান্সে নাখোশ। বিশেষ করে আর্সেনালের প্রথম গোলটার জন্য ডিফেন্ডার এমারসনের দায় দেখছেন তিনি। কান্তে পা পিছলে যাওয়ার পর মার্টিনেলির সামনে ছিলেন এমারসন। কিন্তু প্রতিপক্ষের ফরোয়ার্ডকে আটকে ব্যর্থ হন তিনি। এ নিয়ে ল্যাম্পার্ড বলেন, ম্যাচটা শেষ করে দেয়ার তাড়না লক্ষ্য করিনি। কান্তের পা পিছলে যাওয়াটা দোষের কিছু না। ওটা হতেই পারে। সমস্যা ছিল বক্সের সামনে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর