× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মোংলাকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে তৈরির পরিকল্পনা করছে সরকার’

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে মোংলা বন্দরের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মোংলা বন্দরের কর্মকাণ্ড আধুনিক ও গতিশীল করতে হবে। ইতিমধ্যে সরকার মোংলাকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। যার অংশ হিসেবে ভারত, নেপাল, ভুটানসহ সার্কভুক্ত দেশগুলো এ বন্দর ব্যবহারের সুযোগ পাবে। অচিরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক বন্দর হিসেবে পরিচিত হয়ে দেশের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ জন্য মোংলা বন্দর ব্যবহারকারীদের থেকে শুরু করে সর্বস্তরের ব্যবসায়ীদের আন্তরিক থাকতে হবে। গত বুধবার রাতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সভা ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন নগরীর ক্যাসল সালাম হোটেলে তিন দিনব্যাপী এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করে।
ফেডারেশন সভাপতি একেএম আকতার হোসেনের সভাপতিত্বে ও মোংলা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ফেডারেশনের মহাসচিব শেখ মোহাম্মদ ফরিদ, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সুজন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক আলম, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক লতা।

এ ছাড়া চট্টগ্রাম সিএন্ডএফ, ঢাকা কাস্টমস সিএন্ডএফ, মোংলা কাস্টমস সিএন্ডএফ, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ, ভোমরা কাস্টমস সিএন্ডএফ, সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ, বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ, বিলোনিয়া স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ, আখাউড়া সিএন্ডএফ, টেকনাফ সিএন্ডএফ, বুড়িমারি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ১৩০ জন নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের সাধারণ সভার অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার সুন্দরবন ভ্রমণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর