× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ নয়, বাংলাদেশ সিরিজে চোখ শোয়েব মালিকের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার

অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এ টুর্নামেন্ট সামনে রেখেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করছেন খেলোয়াড়রা। তবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের চোখ কেবল বাংলাদেশ সিরিজে। ৩৭ বছর বয়সী মালিক বুধবার লাহোরে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপ পরের কথা। আমার লক্ষ্য বাংলাদেশ সিরিজ। পাকিস্তানের হয়ে খেলার আরেকটি সুযোগ যখন পেয়েছি। সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, যাদের ভালো করা উচিত।
তাদেরকেই প্রাধান্য দিচ্ছি। বিশ্বকাপে মনোযোগ দিতে চাই না।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি ১১১ ম্যাচ খেলা ক্রিকেটার শোয়েব মালিকের ব্যাট হাতে সংগ্রহ ৩০.৫৮ গড়ে ২২৬৩ রান। বল হাতে শিকার ২৮ উইকেট। ২০১৫তে টেস্ট ও গত বছর ওয়ানডে থেকে অবসর নেন মালিক। গত বছরের শুরুতে সবশেষ পাকিস্তানের হয়ে কুড়ি ওভারের ক্রিকেট খেলেন তিনি। তবে ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন নিয়মিত। বঙ্গবন্ধু বিপিএল-এ রাজশাহী রয়্যালসের হয়ে শিরোপার স্বাদ নেন শোয়েব মালিক। আসরে ১৫ ম্যাচ খেলে ৪৫৫ রান করেন ৩৭.৯১ গড়ে। এরপরই ডাক পান পাকিস্তান টি-টোয়েন্টি দলে। বিপিএল-এর ফাইনালে মালিকের দল রাজশাহীর প্রতিপক্ষ ছিল মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যাননি মুশফিক। এ ছাড়া সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাই খেলতে গিয়েছেন। আর লাহোরে মালিক বলেন, ‘কেবল একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে আসেনি। আমি তাকে অনুরোধ জানাবো, এবার তো আসোনি। পরেরবার নিজেই এসে দেখে যেও।’ বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করছেন মালিক। তিনি বলেন, ‘অভিজ্ঞ ও তরুণদের মিশেলে বাংলাদেশ দলয যথেষ্ট শক্তিশালী। আমরা দেখেছি গত কয়েক বছরে ওরা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বেড়ে উঠছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর