× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন বছরে রত্নপাথরে ছাড়

অনলাইন

অর্থনৈতিক রিপোর্টার
(৪ বছর আগে) জানুয়ারি ২৪, ২০২০, শুক্রবার, ৬:১২ পূর্বাহ্ন

রত্নপাথরে বিশেষ ছাড় দিচ্ছে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড। প্রাকৃতিক রত্নপাথর বিক্রয়ের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকানে অবস্থিত। প্রতিষ্ঠানটি নতুন বছরের জানুয়ারি মাস জুড়েই রত্নপাথরে বিশেষ এই ছাড় ঘোষণা দিয়েছেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন বছরে রত্নপাথরে বিশেষ ছাড় দেয়া হয়েছে। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড নতুন এবং পুরনো সকল গ্রাহক, শুভানুধ্যায়ীদের জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের সঙ্গে সুসম্পর্ক হোক সবার।

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী আরো বলেন, ২০২০ সাল হবে শুভ সম্ভাবনাময় এবং বিশেষ সাফল্য অর্জনের বছর। ৩১ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি গত কয়েক বছরের চেয়ে নতুন বছর কবে দেশ এবং দেশের মানুষের কল্যাণকর। আর ৩১ বছরের গবেষণা এবং পথচলা থেকে প্রাপ্ত অর্জনগুলোকে দিয়ে মানুষের জীবনকে সঠিক পথে চলার পরামর্শ এবং রত্নপাথর ও রাশির বিভিন্ন বিষয়াবলী উল্লেখপূর্বক প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। আমি শুধু নিজেই নয়, আমার বাবা মরহুম মো. আব্দুস সাত্তার দেওয়ান চিশতী ইসলামের আলোকে আলোকিত অতি উচ্চমানের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন।

তিনি জানান, পাশ্চত্য জ্যোতিষ শাস্ত্রমতে, রবির অবস্থান সাপেক্ষে বাংলাদেশের রাশি হচ্ছে ধনু।
বছরের শুরুতে নৈসর্গিক রাশিচক্রে ইউরেনাস মেষে, রাহু-মিথুনে এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, অগ্নী রাশি ধনুতে, রবি, বুধ, বৃহস্পতি, শনি, কেতু ও প্লুটো অবস্থান করছে শুক্র রয়েছে মকরে চন্দ্র ও নেপচুন কুম্ভে রয়েছে। গ্রহ সমূহের এমন অবস্থানের ফলে ২০২০ সাল বাংলাদেশের জন্য ঘটনার বৈচিত্র্য ভরপুর বছর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর