× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বিদায়’ ক্যারোলিন ওজনিয়াকি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, শনিবার

গতকাল অঘটনের শিকার হন সেরেনার বন্ধু ক্যারোলিন ওজনিয়াকিও। তিউনিসিয়ার ওন্স জাবেউরের কাছে ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে হার দেখেন ২০১৮’র চ্যাম্পিয়ন। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন গত ডিসেম্বরে অবসরের ঘোষণা দেয়া ডেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। দুই তারকাকে বিদায় করা জাবেউর ও কিয়াং মুখোমুখি হবেন শেষ ষোলোতে। এদিন মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা অন্যরা হলেন পেত্রা কেভিতোভা, অ্যাশলি বার্টি ও মারিয়া সাক্কারি।
২০০৫ সালে পেশাদার টেনিসে অভিষেক ক্যারোলিন ওজনিয়াকির। ২০১১তে ডাব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেন এ ডেনিশ তারকা। নারী একক টেনিসে ২৯ বছর বয়সী ওজনিয়াকির ঝুলিতে রয়েছে ৩০টি ডাব্লিউটিএ ও ৪টি আইটিএফ শিরোপা। ২০১৮তে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন এ ডেনিশ টেনিস সুন্দরী।
২০০৯ ও ২০১৪’র ফরাসি ওপেনের ফাইনালে উঠে পরে শিরোপা হাতছাড়া করে তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর