× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রতিশ্রুতি আদায়ের দাবিতে আন্দোলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ২৬, ২০২০, রবিবার, ১১:৫৯ পূর্বাহ্ন

পরিবহন সংকট, বিভিন্ন নিয়োগে অসচ্ছতা, আবাসন সংকটসহ নানান সমস্যা সমাধানে দেয়া প্রতিশ্রুতি না রক্ষা করায় আন্দোলন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন।

আজ রবিবার সকাল ১০ টায় ভিসির প্রতিশ্রুতি অনুযায়ী বাস দেয়া, প্রকট হারে আবাসন সংকট নিরসনে উদ্যোগ নেয়া, চাকরি নিয়োগে অনিময়ের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ ও মসজিদ-মন্দির নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মুলফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর পরে তারা নানা স্লোগান দিতে দিতে অবস্থান নেন জয় বাংলা চত্ত্বরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে জড়ো হতে থাকেন।

প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগানে মুখরিত জয়বাংলা ভাস্কর্য চত্ত্বর। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি গতবছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪টি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না। অবশ্য শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে বাস্তবায়ন করার কোনো দৃশ্যমান কোন বাস্তবায়ন দেখা যায়নি। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দুই বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর