× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন নামে চালু হচ্ছে চট্রগ্রামের একটি প্রেক্ষাগৃহ

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২০, রবিবার


দেশের ১২’শ প্রেক্ষাগৃহ থেকে এখন দেশে চালু রয়েছে মাত্র দেড়শ প্রেক্ষাগৃহ।  যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, সেখানে চট্টগ্রামের কাজির দেউরিতে চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ‘ঝুমুর সিনেমা হল’ আবার চালু হচ্ছে। এটা চালু করলেন আবুল হোসেন। তবে এটা ঝুমুর না নতুন নাম ‘সুগন্ধা সিনেমা হল’ নামে চালু হলো বলে জানালেন তিনি। আবুল হোসেন বলেন, নতুন করে সাজিয়ে সিনেমা হলটি চালু করেছি। নতুন সিটসহ উন্নত প্রজেকশন সুবিধা থাকছে। দর্শকের জন্য থাকছে শীততাপ নিয়ন্ত্রনের ব্যবস্থা। বর্তমানে এতে সিটের সংখ্যা রয়েছে ২১৬টি। আর টিকেট মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন শো চলবে চারটি। আগামীকাল থেকে হলটি নতুন করে চালু করছেন তিনি। ‘সুগন্ধা সিনেমা হল’ উদ্বোধন হচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত ও স্পর্শিয়া অভিনীত ‘কাঠবিড়ালী’ সিনেমাটি দিয়ে। আগামীকাল বিকেল ৩টায় হবে এ সিনেমার উদ্বোধনী শো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর