× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আড়াই লাখ টাকায় রফাদফা /ইটভাটারমালিকদের প্রহারে যুবকের মৃত্যু

বাংলারজমিন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

বন্দরে ইটভাটার মালিকদের প্রহারে আহত যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মো. বুলবুল আহম্মেদ (৩৩)। হামলার ঘটনার ১০ দিন পর শনিবার সকালে নিজ বাড়িতে মারা যায় বুলবুল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কুলচরিত্র এলাকায়। নিহত বুলবুল পদুঘর খাডাইয়া গ্রামের মোজাম্মেল হক সরদারের ছেলে। মৃত্যুর খবর পেয়ে ইটভাটার মালিক পক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় ঘটনা ধামাচাপা দেয়। এ রফাদফার পর লাশ দাফন করা হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন। নিহতের মা মাজেদা বেগম জানান, ইটভাটাতে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে  ১৬ই জানুয়ারি দুপুরে পার্শ্ববর্তী ফুনকুল গ্রামে অবস্থিত ব্রিক ফিল্ড (পিবিএম) ইটভাটার মালিক রাসেদ, তার ভাই আনিছ, নাইন জিরো টু ব্রিক ফিল্ড (৯০২) ইটভাটার মালিক আলমচাঁন ও  মোমেন,  আল আমিন ও পদুঘর গ্রামের মাহবুবসহ ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে বুলবুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে রাস্তায় ফেলে প্রকাশ্যে এলোপাতাড়ি ভাবে মারধর করে চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত শারীরিক অবস্থা বিবেচনা করে বুলবুলকে জামিন দেয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়। স্থানীয়রা জানান, ইটভাটার মালিকদের মারধরের পর বুলবুল মারা গেছে। এই জন্য লাশ দাফন না করে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের  সিদ্ধান্তের অপেক্ষা করা হয়। পরে চেয়ারম্যান মাকসুদ হোসেন সিদ্ধান্ত দেন। পিবিএম এবং  ৯০২- এই দুই ইটভাটার মালিকরা নিহতের পরিবারকে জরিমানা বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে। তারপর বুলবুলের লাশ গোসল করানো শেষে বিকালে দাফন করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ১০-১২ দিন আগে চাঁদাবাজি ও চুরি করার অপরাধে বুলবুল নামের একজনকে মারধর করেছে ইটভাটার মালিক ও এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে অভিযুক্ত চোর বুলবুলকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে মারা গেছে কিনা আমার জানা নেই।  এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর