× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

যশোরের চৌগাছায় ইজিবাইকসহ নিখোঁজের তিনদিন পর আব্দুস শুকুর রানা (২০) নামে চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের জুলফিকার আলীর ছেলে। রোববার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে চৌগাছা থানায় সংবাদ দেয়। পরে বেলা সাড়ে ১০টার দিকে সুখপুকুরিয়া এবং স্বরূপদাহ ইউনিয়নের সীমানায় অবস্থিত কচুবিলা (সাঞ্চাডাঙ্গা) মাঠের একটি কলাক্ষেতের মধ্যে থাকা ইপিলিপি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সরজমিনে দেখা যায় কলাক্ষেতের মধ্যে উঁচু একটি ইপিলিপি গাছের উঁচু ডালে রানার লাশ ঝুলছে। নিহতের মা পান্না ও চাচাতো বোন নাজমা জানান, গত শুক্রবার বিকালের কোনো এক সময়ে চৌগাছা শহর থেকে যাত্রী সেজে রানাকে কে বা কারা ভাড়ায় নিয়ে যায়। সেদিন বিকাল থেকে তার ফোন বন্ধ ছিল। এরপর রাতে যশোর শহরের নাইটগার্ড পরিচয় দেয়া এক ব্যক্তি রানার ফুফাতো ভাইয়ের মোবাইলে ফোন করে বলে তোমাদের রানা শহরে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে।
আমরা ধরে রেখেছি। রানার ফুফাতো ভাই একথা তাদের বাড়িতে জানানোর পর মোবাইল করে ওই ব্যক্তিকে বলা হয় আপনারা রানাকে ধরে রাখেন। আমরা তাকে নিতে আসছি। তখন ওই মোবাইলকারী বলেন, রানাকে আমরা ছেড়ে দিয়েছি। সে তো চলে গেছে। এরপর রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে মাঠে এসে দেখি রানার লাশ ঝুলছে। তারা এবং রানার নানী মঞ্জুয়ারা আরা আরো বলেন ৬ মাস আগে একবার রানার ইজিবাইক ছিনতাই হয়ে যায়। কিছুদিন আগে তাকে আবার একটি ইজিবাইক কিনে দেয় পরিবার। তবে রানা নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি বা মৌখিকভাবে জানানো হয়নি বলেও জানিয়েছেন তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর