× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে সিয়াম হত্যার ১ বছর জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা

বাংলারজমিন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

 পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঞ্চল্যকর সিয়াম হত্যার ১ বছর পরে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে শোক ও প্রতিবাদ সভা পালিত হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিয়ামের সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ শোক ও প্রতিবাদ সভা পালন করা হয়। শোকসভায় উপস্থিতরা বলেন, হত্যার ১ বছর অতিক্রম হলেও জড়িত অকেকেই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এমনকি গ্রেপ্তারকৃতদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা হয়নি। সিয়ামের বাবা শাহাজাহান গাজী বলেন, আমার ছেলেকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদের সকলের ফাঁসির দাবি জানাই। হত্যার মূল হোতা জামাল মেম্বারকে গ্রেপ্তার করা হয়। কিন্তু হত্যার সঙ্গে জড়িত মো. রুহুল আমিন হাওলাদার, শহিদ বিশ্বাস ও জাহিদ হাওলাদার পলাতক রয়েছে। সে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৫শে জানুয়ারি ২০১৯ সালে সুলতানাবাদ এলাকায় মাহফিল চলাকালীন সময় জামাল মেম্বার ৫ম শ্রেণির ছাত্র সিয়ামকে ঝাল মুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে ভাড়াটে খুনি দিয়ে গলা কেটে সিয়ামকে নৃশংস ভাবে হত্যা করে। পরে সিয়ামের মৃত্যু দেহ আকন বাড়ির পুকুরের পার্শ্বে ধান ক্ষেতে ফেলে রাখে। ঘটনার পরদিন পুলিশ তাকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষ করে। এব্যাপারে সিয়ামের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর