× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্ববিদ্যালয়ের বাসে নোবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

শিক্ষাঙ্গন

নোবিপ্রবি প্রতিনিদি
(৪ বছর আগে) জানুয়ারি ২৯, ২০২০, বুধবার, ৪:২৫ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে সকাল ৮ টার সময় বিশ্ববিদ্যালয়ে আসার পথে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন। তবে নিজের প্রচেষ্টায় বেঁচে গেছেন ওই ছাত্রী। ওই শিক্ষার্থী  বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা যায়নি।

আজ (বুধবার) সকালে এ ঘটনা ঘটলে ভুক্তভোগী ওই ছাত্রী প্রক্টর অফিস বরাবর অভিযোগ করলে বিষয়টি নজরে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৮ টার সময় মাইজদী বাজার থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পরেই একটি অচেনা লোক বাসে উঠে পড়ে। বাসে অন্যান্য শিক্ষার্থীরা না থাকায় লোকটি ঐ ছাত্রীর পিছন থেকে শরীরে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে এসময় ভুক্তভোগী ছাত্রী জোরে চিৎকার  করলে লোকটি বাস থেকে নেমে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, লোকটি এমনভাবে আমার শরীরে হাত দিছে এখন পর্যন্ত নিজেকে অশান্ত মনে হচ্ছে। এইরকম ঘটনা প্রায় সময় বাসে ঘটে। অনেক শিক্ষার্থীরা এসব ঘটনা শিকার হয়েও কারো কাছে বলতে পারেনা।
অতিদ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী  শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর বান্ধবী বলেন, এভাবে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটলে আমরা ভবিষ্যতে নিরাপত্তা পাবো কোথায়? যেখানে একজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাসেই নিরাপদ নয়।

এবিষয়ে জানতে চাইলে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আজকের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের  ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের  সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নুরনবী নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.অারিফুল ইসলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর