× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নোবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষাঙ্গন

নোবিপ্রবি প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ২৯, ২০২০, বুধবার, ৫:০৯ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের শিক্ষকরা।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ক্লাস টেস্ট পরীক্ষায় এক শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী দুর্ব্যবহার করে। ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বুধবার  থেকে সকল ধরনের ক্লাস,পরীক্ষা বর্জন করেন ওই বিভাগের শিক্ষকরা।

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য। সেখানে এমবিএ'র একজন শিক্ষার্থী বিভাগের একজন শিক্ষকের সঙ্গে কি করে বেয়াদবি করে আমার বোধগম্য নয়। আমাদের সহকর্মীর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টান্তমূলক বিচার না করা পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস, পরীক্ষা বর্জন করলাম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম  বলেন, অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিব।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর