× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ইতিহাস বিভাগ খোলার অনুমতির দাবিতে বশেমুরবিপ্রবিতে আন্দোলন

শিক্ষাঙ্গন

গোপালগঞ্জ প্রতিনিধি
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ৮, ২০২০, শনিবার, ৭:৩১ পূর্বাহ্ন

ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদ ও ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা প্রধান গেটে তালা লাগিয়ে গত ৩ দিন ধরে অবস্থান কর্মসূচী পালন করছেন। বশেমুরবিপ্রবি-ইতিহাসের ৪ শতাধিক শিক্ষার্থী। গত ৬ই ফেব্রয়ারী বৃহস্পতিবার রাত ৯ টার পর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটোকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক/শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৯ বছরেও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার অনুমোদন দেননি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, খোন্দকার নাসির উদ্দিন ইতিহাস বিভাগ খোলার অনুমতি চেয়ে পর পর দু-বার চিঠি দিলেও ইউজিসির কাছ থেকে আশানুরুপ কোন ফলাফল পাওয়া যায়নি। সাড়া মেলেনি ইতিহাস বিভাগ খোলার। আজ শুনবার দুপুরের দিকে এ ব্যাপারে জানতে চেয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, খোন্দকার নাসির উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল/ রিজেন্টবোর্ড ইউজিসিকে একটি চিঠি দেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় যে ইউজিসি চিঠির গুরুত্ব না দিয়ে বিভাগটি খোলার কোন অনুমতি দেননি। কিন্ত, তাতে হতাশ না হয়ে পরবর্তিতে আবারও একটি চিঠি দেয়া হয়।
কিন্ত সে বারও অনুমতি মেলেনি। যে চিঠিটি আজও ইউজিসিতে জমা রয়েছে দাবি করে খোন্দকার নাসির উদ্দিন বলেন, যেহেতু ইতিহাসের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সেহেতু তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে একাডেমিক কাউন্সিল, ভর্তি কমিটি ও রিজেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস ডিগ্রী চালু করা হয়। এরপর ইতিহাসের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ইনস্টিটিউটের অধীনে ইতিহাস পড়ার সুযোগ করে দেয়া হয়। বর্তমানে বিভাগটিতে প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

গত ৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ইউজিসির এক সভায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তিকৃত এবং বতর্মান ভর্তিকৃত ৪ শতাধিক শিক্ষার্থীদের অনুমোদন দেয়া হলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন করে আর কোন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়।  বৃহষ্পতিবার রাতে এমন খবর বিশ্ববিদ্যালয় পৌঁছালে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক ইতিহাস বিভাগের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান গেটে তালা লাগিয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন শুরু করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর