× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আগামী সপ্তাহে পাকিস্তানে সফর করবেন জাতিসংঘ মহাসচিব

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১২, ২০২০, বুধবার, ১:০৩ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে পাকিস্তানে সফর করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। আগামী রোববার এ সফর করার কথা রয়েছে তার। এদিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তার। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
গুতেরাঁর মুখপাত্র ফারহান হক বলেছেন, কর্তারপুরে গুরুদ্বার কর্তারপুর সাহিবও সফর করবেন জাতিসংঘ মহাসচিব। এখানেই রয়েছে শিখ সম্প্রদায়ের জনক গুরু নানক দেবের সমাধি। এখানেই কর্তারপুর সাহিবে জীবনের শেষ ১৮টি বছর কাটিয়েছেন গুরু নানক দেব। বর্তমানে তার সমাধি শিখদের সবচেয়ে বড় গুরুদ্বার হয়ে উঠেছে বিশ্বে।


এতে আরো বলা হয়েছে, পাকিস্তানে আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দেয়ার ৪০ বছর বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে ১৭ই ফেব্রুয়ারি বক্তব্য রাখবেন গুতেরাঁ। এই সম্মেলন আয়োজন করছে পাকিস্তান সরকার ও শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা। এর সঙ্গে রয়েছেন শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এই কনফারেন্সে এবং অন্যান্য ইভেন্টে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্যানেলের সঙ্গে আলোচনায় অংশ নেবেন গুতেরাঁ। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব ১৮ই ফেব্রুয়ারি থাকবেন লাহোরে। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পাকিস্তানে পোলিও টিকার প্রচারণা বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯শে ফেব্রুয়ারি তিনি নিউ ইয়র্কে ফিরে যাবেন। তার আগে যাবেন গুরুদ্বার কর্তারপুর সাহিবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর