× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার ব্যাপারে সম্মত ভারত-বাংলাদেশ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১২, ২০২০, বুধবার, ৪:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ভারতে অবস্থিত রোহিঙ্গা অভিবাসীদের মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত করার ব্যাপারে এক আলোচনায় সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। মঙ্গলবার লোকসভায় শিব সেনার রাহুল রমেশ শেওয়ালের করা এক প্রশ্নের জবাবে এমনটা জানান ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এক লিখিত জবাবে রায় জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। এতে উভয় পক্ষই রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া তাদের সঙ্গে পাকিস্তান-ভিত্তিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স¤পর্ক পাওয়া গেছে কিনা, সে বিষয়েও প্রশ্ন করেন শেওয়ালে। এর জবাবে রায় রোহিঙ্গাদের অবৈধ কর্মকা-ে জড়িত হওয়া নিয়ে কয়েকটি রিপোর্টের কথা বলেন। তিনি আরো জানান, অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে নীতিমালা গ্রহণের ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযান থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। অন্যদিকে, বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে আশ্রয়ের খোঁজে ভারতে পালিয়েছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা।
উভয় দেশই রোহিঙ্গাদের নিজদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর