× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দৃষ্টি নন্দন হচ্ছে পান্তুমাই

দেশ বিদেশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন বিকাশে সরকারের ইতিবাচক পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে নানা উন্নয়ন প্রকল্প। বর্ষাকালের সবুজের রাণী হিসেবে পরিচিত পাওয়া গোয়াইনঘাটের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র পান্তুমাইকে পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। বর্ষাকালে সবুজ সমারোহঘেরা সাড়িবদ্ধ পাহাড়, টিলাময় মেঘালয়ের পাহাড় গড়িয়ে পড়া ঝর্ণার পানির মনোমুগ্ধকর দৃশ্য দেখে বিমুগ্ধ হন অগণিত পর্যটক, দর্শনার্থীরা। বেড়াতে আসা এসব পর্যটকদের প্রিয় এই স্থানকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার। এরই আওতায় থাকবে ওয়াশব্লক, পর্যটক, ছাউনি, ব্রাঞ্চসহ অবকাঠামোগত আনুষাঙ্গিক উন্নয়ন পরিকল্পনা। বুধবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সীমান্তঘেঁষা গ্রাম পান্তুমাইয়ের মায়াবর্তী ঝর্ণা  পর্যটনস্পট একসাথে পরিদর্শনে আসেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। মুজিববর্ষে সরকারের পর্যটন ব্যবস্থাপনাকে হাইলাইটস করেন ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনার আওতায় পান্তুমাইয়ের পর্যটন ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজানো হচ্ছে। পান্তুমাইয়ে পর্যটন অবকাঠামোগত মধ্যে রয়েছে ওয়াশ ব্লক,পর্যটক ছাউনি, পর্যটকদের বসার জন্য একাধিক ব্রাঞ্চ নির্মাণ করার উদ্যোগ নেয়া হচ্ছে।
পরবর্তীতে ধারাবাহিকভাবে পর্যটক ও পর্যটন বান্ধব আরো ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হবে। এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুজ সাকিব বলেন, প্রকৃতি কন্যা খ্যাত সিলেটের গোয়াইনঘাটে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এখানকার পর্যটন ব্যবস্থাপনাকে আরও সুন্দর ও পর্যটক বান্ধব পরিবেশ করে গড়ে তুলতে সরকার আন্তরিক। পান্তুমাই পর্যটক কেন্দ্রকে আরও সুন্দর ও মনোরম করে গড়ে তুলতে গৃহীত প্রদক্ষেরপ আওতায় প্রাথমিকভাবে সেখানে ওয়াশব্লক, পর্যটক ছাউনি আগত পর্যটকদের বসার জন্য পর্যাপ্ত ব্রাঞ্চ তৈরি করে দেয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন গোয়াইনঘাটের সবকটি পর্যটনস্পটকে মানুষজন ঘুরতে আসেন। পরিবার পরিজনসহ আনন্দঘন মুহূর্ত কাটাতে তারা ছুটে আসে আমাদের পর্যটনস্পট সমূহে। পর্যটনকে ঘিরে সরকারের নানামুখী উন্নয়ন সাধিত হচ্ছে। পান্তুমাই পর্যটন কেন্দ্রকে আরও আধুনিকতায় নিয়ে আসতে একটি পরিকল্পনা নেয়া হয়েছে। আমি এবং আমাদের গোয়াইনঘাটের ইউএনও সাহেবসহ আমরা পান্তুমাই পর্যটন কেন্দ্র ঘুরে এসেছি। অচিরেই পর্যটন উন্নয়নের আওতায় আসবে পান্তুমাই পর্যটন কেন্দ্র।    

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর