× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুরে এক চীনা নারীকে হাসপাতালে ভর্তি

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৬, ২০২০, রবিবার, ৫:৫২ পূর্বাহ্ন

এক চীনা নারীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সর্দি, জ্বর ও ব্যথায় আক্রান্ত হলে আজ দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চীনা নারী নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত। গত ৪ঠা ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই নারীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার রক্ত, লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হবে।

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার জনকে ভর্তি করা হয়। এর আগে চীন ফেরত বাংলাদেশী তিন শিক্ষার্থীকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ না থাকায় তাকে রিলিজ দেয়া হয়।
বাকি দু’জন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর