× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লামায় সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

বাংলারজমিন

বান্দরবান প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

বান্দরবানের লামা উপজেলায় রাস্তা ব্রিজ, হাসপাতাল ও মসজিদসহ সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা উপজেলার সরই ইউনিয়ন সফরে দিনব্যাপী এসব উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নবনির্মিত ১০ শয্যা হাসপাতাল মাঠে একটি সভায় যোগ দেন মন্ত্রী। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন- যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল লামার সরই ইউনিয়ন। আগামীতে বিদ্যুৎ দাবিও পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। এর আগে সকালে মন্ত্রী পাবর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে পল্লী অবকাঠামো উন্নয়ন এর আওতায় ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সরই ইউনিয়ন পরিষদ থেকে হাসান ভিটা সাড়ে ৫ কি.মি. রাস্তা ৩০ লাখ টাকা ব্যয়ে সরই মসজিদ ভিটায় মসজিদ নির্মাণ, এলজিইডির অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দে পোলো খাল কসমো কলেজ এর ৬০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ এবং ৪ কোটি ৪ লাখ টাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১০ শয্যা হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রেজা সরোয়ার, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু চৌধুরী, পাবত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো. জিল্লুর  রহমান, পার্বত্য উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।  ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর