× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে একটি কর্মীও রাজপথ ছাড়বে না’

বাংলারজমিন

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার দুপুর ১২টায় শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছের নেতৃত্বে মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ, সাবেক সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, গোলাম মোস্তাফা রফিক, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম জি মোহিত, আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান  সেতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জি কে ঝলক প্রমুখ। সমাবেশে জি কে গউছ বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। আওয়ামী লীগের ধারণা খালেদা জিয়া জেলে থাকলেই বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের জানা নেই, বিএনপি নেতাকর্মীরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করবে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেবে, তবুও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে একটি কর্মীও রাজপথ ছাড়বে না।
তিনি বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। অথচ বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করে যাচ্ছে। ইনশাআল্লাহ, সেই দিন আর বেশি দূরে নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়েই গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা হবে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর