× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘাটাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলারজমিন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মো. ফজলুর রহমানের ওপর ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘাটাইল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিকগণ ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটামের ঘোষণা দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা আগামী মঙ্গলবার স্থানীয় ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদানসহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, কর্ম বিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। মাবনবন্ধনে ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, হায়দার রহমান, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাংবাদিক আতা খন্দকার, মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল, সারোয়ার জাহান (কলি) প্রমুখ।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর