× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রথম জেনারেল এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, সাবেক এম এন এ, এমপি, মন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে গৃহীত কর্মসূচির ২য় দিনে গতকাল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি সূচিত হয়। সকাল সাড়ে সিলেটের প্রবেশ মুখে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মিত ওসমানী স্মৃতি স্মরণীতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রগতি উচ্চবিদ্যালয়ের ১০ জন বিভিন্ন শ্রেণির গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণাদি বিতরণ, হজরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে সকাল ১০টা হতে ১টা পর্যন্ত খতমে কোরআন শেষে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা উপকরণাদি প্রদান ও মিলাদ মাহফিল এবং জিয়ারতে উপস্থিত ছিলেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মো. জিলন, মো. আমীরুল ইসলাম চৌধুরী, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন মো. ফারুক মিয়া, বিশিষ্ট রাজনীবিদ ও সমাজসেবক শিপলু মিয়া, মো. আকবর আলী, মো. রফিক আলী, মো. আলী হুসেন, মো. সিরাজুল ইসলাম, ইর্শাদ মিয়া। মাওলানা হাফিজ ক্বারী আবু ইউছুফ চৌধুরীর পরিচালনায় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ক্বারী জমির উদ্দিন, হাফিজ হোসাইন আহমদ মাওলানা আবু ইউছুফ, ক্বারী দেলওয়ার, হাফিজ আবদুস সালাম, মো. ইছহাক, হোসাইন সিরাজ, জাহেদ আহমদ, হাবিবুর রহমান, আবদুল নুর, বিল্লাল আহমদ, আলাউদ্দিন, মো. নুরুল ইসলাম, আবুল লেইছ, আবদুল খালিক, হাফিজ আবদুল মালিক, মো. ফারুক মিয়া প্রমুখ। মিলাদ শেষে বঙ্গবীরের রুহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম ও জিয়ারত শেষে মুনাজাত করেন হাফিজ আবদুল মালিক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর