× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

সাড়ে ৭শ’ মুক্তিযোদ্ধা নিয়ে নৌ-বিহার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো ৫টি উপজেলার সাড়ে ৭০০ মুক্তিযোদ্ধাকে নিয়ে নৌ-বিহার অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এই নৌ বিহারের সার্বিক সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের ভিআইপি জেটি থেকে নৌ বিহারটি শুরু হয়ে চাঁদপুরের মোহনা ঘুরে আবার নারায়ণগঞ্জে এসে শেষ হয়। জীবনের শেষ প্রান্তে এসে জেলার মুক্তিযোদ্ধারা একত্রে নৌ বিহারে অংশ নিতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেক মুক্তিযোদ্ধা এ আয়োজন করায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে প্রতি বছর এ ধরনের আয়োজনের অনুরোধ রাখেন। সাংসদ সেলিম ওসমানও ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবার পরিজনদেরও অংশগ্রহণের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, নারায়ণগঞ্জ বারের সভাপতি মোহসিন মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করেন।
নৌ বিহারে স্থানীয় শিল্পীরা মুক্তিযুদ্ধ সময়কালীন বিভিন্ন দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশ করেন। সবশেষে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আতশবাজির মধ্য দিয়ে নৌ বিহারের সমাপ্তি হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর