× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আতঙ্কে টয়লেট পেপার ডাকাতি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৭, ২০২০, সোমবার, ১:২৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস সংক্রমণে ফেসমাস্কের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। একই আতঙ্কে হংকংয়ে ভিন্ন মাত্রার এক ডাকাতি হয়েছে। সেখানে সশস্ত্র একদল ডাকাত টয়লেট পেপারের কয়েক শত রোল চুরি করে নিয়েছে। এর মূল্য ১০০০ হংকং ডলার বা ১৩০ মার্কিন ডলার। করোনা ভাইরাস আতঙ্কে সেখানে লোকজন টয়লেট পেপার কিনছে দেদারছে। ফলে টয়লেট পেপারের বড় রকম ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় পুলিশ বলেছে, হংকংয়ের মং কোক জেলায় একটি সুপার মার্কেটের বাইরে অবস্থান করছিলেন একজন সরবরাহ দেয়া বা ডেলিভারি দেয়া ব্যক্তি। তিনি মার্কেটে মার্কেটে টয়লেট পেপার সরবরাহ দেন।
এ সময় একদল অস্ত্রধারী তাকে ঘিরে ধরে। তার কাছ থেকে ডাকাতি করে টয়লেট পেপার। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, স্থানীয় মিডিয়ায় এ রিপোর্ট প্রকাশ পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে দু’জনকে। উদ্ধার করেছে ডাকাতি করে নেয়া কিছু পেপারের রোল। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত অপরাধী একটি চক্র। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ওয়েলকাম সুপারমার্কেটের বাইরে  ডেভিলারি ভ্যান থেকে টয়লেট পেপার আনলোড করছিলেন ওই ডেলিভারি দেয়া ব্যক্তি। এ সময় তাকে অস্ত্র হাতে হুমকি দেয় ডাকাতরা। অ্যাপল ডেইলি রিপোর্ট করেছে যে, ডাকাতি করে নেয়া হয়েছিল ৬০০ রোল টয়লেট পেপার। এসব পেপারের জন্য মার্কেটে মার্কেটে মানুষের লম্বা লাইন। তারা অপেক্ষা করছেন কখন সরবরাহ আসবে। সরকার নিশ্চয়তা দেয়া সত্ত্বেও ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরবরাহ অব্যাহত রয়েছে। অধিবাসীরা জমা করছেন টয়লেট পেপার। এ ছাড়া চাল, পাস্তা, পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক জিনিসপত্রের বিক্রি ও সংগ্রহও বেড়ে গেছে। আতঙ্কিত মানুষজন এসব কিনে জমা করছে। এর মধ্যে ফেসমাস্ক এবং হাত পরিষ্কার করা সামগ্রি তো পাওয়ায়ই দুষ্কর। তবে এসব নিয়ে অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে বলে মিডিয়াকে দায়ী করেছে কর্তৃপক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর