× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির সঙ্গে ক্রোনি গ্রুপের চুক্তি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

দেশের গার্মেন্ট শিল্পের অগ্রগতি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে জার্মান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঁচ বছর মেয়াদি দ্বিপক্ষীয় চুক্তি নারায়ণগঞ্জের রপ্তানিমুখী গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান ক্রোনি গ্রুপ। এ উদ্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত এই শিল্প প্রতিষ্ঠানটির পরিদর্শন করেন জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির দুই শিক্ষা প্রকৌশলী ড. আলেকজান্ডার বুজন, ড. লুজ বুজবন ও ১০ শিক্ষার্থী। পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গার্মেন্ট শিল্পে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ আমদানি রপ্তানি ও বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেয়া দেশ জার্মানির সবচেয়ে বড় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এই প্রতিনিধি দল দিনভর ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্সের নিটিং, ডাইং, প্রিন্টিং ও এ্যামব্রয়ডারী বিভাগসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এখানকার মনোরম পরিবেশ, উন্নত ব্যবস্থাপনা, আধুনিক ফ্যাশন ডিজাইন, স্বল্প সময়ে অধিক উৎপাদন ও শ্রমিকদের সুনিপুণ দক্ষতা দেখে তারা হন। পাশাপাশি বাংলাদেশের সাথে এই সম্পর্ক সৃষ্টির ফলে ইতিবাচক আশা ব্যক্ত করেন তারা। পরিদর্শন শেষে জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলেকজান্ডার বুজন বাংলাদেশে এই সফরের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, এখানে না আসলে তারা জানতেই পারতেন না বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উৎপাদিত পোশাক এতো আকর্ষণীয় এবং গুণগত মানসম্পন্ন। তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে ব্যবহারিক অনেক কিছু সরাসরি শিখতে পারবে।
এখান থেকে শিক্ষা অর্জন করে তারা তাদের দেশের ফ্যাশন খাতকে আরো সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।
একই আশা ব্যক্ত করে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানি জানান, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হবে। জার্মানির টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন এখান থেকে ব্যবহারিক শিক্ষা অর্জন করতে পারবে, তেমনি এখানকার শিক্ষানবিশ কর্মকর্তা কর্মচারীরাও জার্মানিতে গিয়ে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তাদের ফ্যাশন ও শিল্পখাত পর্যবেক্ষণ করে শিক্ষা অর্জন করে নিজেদের অভিজ্ঞতা এখানে কাজে লাগাবে। এতে করে দুই দেশেই দক্ষ জনশক্তি বৃদ্ধি পাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর