× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের বৈঠক /আরো কর্মী নিয়োগ ও বিনিয়োগে কাতারের প্রতি আহ্বান ঢাকার

দেশ বিদেশ

কূটনৈতিক রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

বাংলাদেশ থেকে আরও বেশী জনশক্তি  নিয়োগ এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকে এ অনুরোধ জানানো হয়। বৈঠকে কাতারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কাতারে প্রবাসী বাংলাদেশি আছেন সাড়ে তিন লাখের মতো। নতুন কোন কোন ক্ষেত্রে আমাদের এখান থেকে আরও লোকজন পাঠাতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। ২০২২ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তাদের নতুন চাহিদা আছে। ওই চাহিদা বিবেচনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও জোরালোভাবে কাজ করবে।
ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাতারের যথেষ্ট তহবিল আছে বিনিয়োগের জন্য। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে এখানে কাতার উন্নয়ন কর্তৃপক্ষ ও কাতার তহবিল লাভজনক ব্যবসায় বিনিয়োগ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য বিনিয়োগের জন্য কিছু কাঠামো করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মো. শাহরিয়ার আলম বলেন, দুই দেশ আগামী তিন মাসের মধ্যে অন্তত তিন থেকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করবে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা রহিত করা, দ্বৈত কর প্রত্যাহার এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর। কাতারের জেলে অনেক বাংলাদেশি দণ্ডাদেশ মাথায় নিয়ে রয়েছেন। মূলত তাদের ফেরানোর জন্যই এমন সমঝোতা। জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় নির্বাচনের ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর নিয়েও কথা হয়েছে। এদিকে রোববার ঢাকায় আসা কাতারের প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে কাতারের প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ  ব্যক্ত করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর