× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারতকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

রাজনৈতিক টানাপোড়নে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ভীষণ কাঙ্খিত দুই প্রতিবেশীর লড়াই আইসিসির টুর্নামেন্টে দেখা গেলেও প্রায় সাতবছর ধরে আয়োজিত হয়না দ্বিপক্ষীয় সিরিজ। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভারতের তুমুল সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
সম্প্রতি লাহোরে কাবাডি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। সে উদাহরণ টেনে শোয়েব আখতার বলেন,‘আমরা একে অপরের সঙ্গে কাবাডি, টেনিস খেলতে পারি। এশিয়া কাপ ও আইসিসির টুর্নামেন্টেও আমরা মুখোমুখি হচ্ছি। তাহলে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে সমস্যা কোথায়।’

বাংলাদেশ দল দু’দফায় পাকিস্তান সফর করেছে। সে প্রসঙ্গও টেনেছেন শোয়েব,‘বাংলাদেশ পাকিস্তান সফর করে গেছে। পাকিস্তান ভ্রমণের জন্য নিরাপদ জায়গা।
নিরাপত্তা নিয়ে ভারতের শঙ্কা থাকলে দ্বিপক্ষীয় সিরিজগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে।’
ক্রিকেটে দু’দেশের সম্পর্ক শীতল হলেও ব্যবসায়িক সম্পর্কটা বেশ জোরালো। ক্রিকেটে সম্পর্ক না রাখলে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন শোয়েব। তিনি বলেন,‘আমরা পেঁয়াজ-টমেটো নিয়ে ব্যবসা করতে পারি। কিন্তু ক্রিকেট প্রসঙ্গ আসলেই রাজনীতির বিষয় চলে আসে। তাহলে ব্যবসাও বন্ধ রাখা হোক। সঙ্গে কাবাডি, টেনিস খেলাও বন্ধ করে দিক।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর