× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

টঙ্গীতে স্বামীর  নির্যাতনের শিকার হয়ে মাহমুদা আক্তার হিরা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল পূর্বপাড়া এলাকায়। এ ঘটনার পর স্বামী কামরুল ইসলাম রাসেল পালিয়েছে। কামরুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার সোনাপুর গ্রামের আঃ মান্নানের ছেলে বলে জানা গেছে। গতকাল রাত ১২টায় এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ছয় বছর পূর্বে মাহমুদা ও কামরুল বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়।
কামরুল দীর্ঘদিন চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়ায় থাকার সুবাধে স্ত্রী মাহমুদা আক্তার হিরা তার নিজ পিত্রালয়ে বসবাস করতেন। গত তিন মাস পূর্বে কামরুল দেশে ফিরেছেন। দেশে ফেরার কয়েকদিন যেতে না যেতে তার আচরণ পাল্টে যায়। শুরু হয় হিরার উপর নির্যাতন। এরই ধারাবাহিকতায় গত  রোববার রাতে স্বামী স্ত্রীর মাঝে বেশ ঝগড়া হয়। এক পর্যায়ে কামরুল হিরাকে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন মাহামুদাকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে তার শোয়ার রুমে গিয়ে তাকে ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে খরতৈল পূর্বপাড়া এলাকায় মাহমুদার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার এস আই আবদুল মালেক জানান, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ওসি তদন্ত দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর