× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ লালমনিরহাটের ৪০ পরিবার

বাংলারজমিন

লালমনিরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

প্রভাবশালীর কাঁটাতারের বেড়া। ২ দিন ধরে অবরুদ্ধ ভূমিহীন ৪০ পরিবার। ভূমিহীন পরিবারগুলোর মানবতা বন্দি কাঁটাতারের বেড়ায়। ঘটনা লালমনিরহাটের হাতিবান্ধার খুর্দ্দ বিছনদই গ্রামে। ভূমিহীন পরিবারগুলো তাকিয়ে আছে কাঁটাতারের ভেতরে ফ্যাল ফ্যাল করে। বাড়ি থেকে বের হতে না পেরে করছে মানবেতর জীবনযাপন ৫ শতাধিক মানুষ। সরজমিন গিয়ে দেখা গেছে, তিস্তা নদীগর্ভে বসতবাড়িহারা ভূমিহীন পরিবারগুলো আশ্রয় নেয় লালমনিরহাটের হাতীবান্ধার খুর্দ্দ বিছনদই এলাকায় জেলা পরিষদের পরিত্যক্ত সড়কে। পরিবারগুলো দারিদ্র্যতার মাঝে একেকজন ৫০/৬০ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে।
কেউ দিনমজুর কেউবা রিকশা চালিয়ে চালায় সংসার। তাদের পরিবারগুলোর মাঝে দারিদ্র্যতার ছাপ। ঘরবাড়িতে নেই কোনো আসবাবপত্র। দিনে কাজ করলে পেটে ভাত যায়, না গেলে যায় না। এই পরিবারগুলো জেলা পরিষদের পরিত্যক্ত সড়কে ভূমিহীন পরিবার হিসেবে করছে বসবাস। এলাকার কিছু প্রভাবশালী তাদের উচ্ছেদ করার জন্য চালাচ্ছে চেষ্টা। প্রভাবশালীরা ওই ভূমিহীন ৪০ পরিবারকে উচ্ছেদ করে তাদের বসতবাড়ির উপর দিয়ে গ্রামীণ সড়ক তৈরির নকশা করে। ভূমিহীন পরিবারগুলোর দাবি তাদের শেষ সম্বল থেকে উচ্ছেদ করার জন্য প্রতি রাতে বাড়িতে ঢিল ও বালু দিয়ে ঢিল ছুড়ে প্রভাবশালীদের লোকজন। বাজারে গেলে নানান ভাবে হুমকি ও মেয়েরা স্কুলে গেলে বখাটে দিয়ে অত্যাচার করে। ভোটমারী এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম মোর্ত্তুজা হানিফ জেলা পরিষদের পরিত্যক্ত সড়ক নিজের সড়ক বলে দখল করে কাঁটাতারের বেড়া নির্মাণ করায় ভূমিহীন পরিবারগুলো কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে। বাড়ি থেকে বের হতে পারছে না পরিবারগুলো। শিশুরা কাঁটাতারের বেড়ার কারণে হয়ে পড়েছে অবরুদ্ধ। ৪০ পরিবারের প্রায় ৫ শতাধিক মানুষ বসতবাড়ি হারার টেনশনে। ওদিকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম মর্ত্তুজা হানিফ জানান, ওই জমি জেলা পরিষদ এর না আমার জমি আমি কাটাতারের বেড়া দিয়েছি। কাটাতারের বেড়া দেয়ায় তাকে পরিবার ভূমিহীন পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়ার কথা জানালে তিনি জানান, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েত জানান সড়ক দিয়ে কাঁটাতারের বেড়া দিলে পরিবারগুলো উঠে যাবে। তারপর ওই সড়ক দিয়ে গ্রামীণ সড়ক নির্মাণ করা হবে- এ জন্য দিয়েছি। তবে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম সায়েদ জানান, সড়ক নির্মাণ দ্রুত করা হবে ওই স্থান দিয়ে এর জন্য টেন্ডার হয়ে গেছে। ভূমিহীন পরিবারগুলো অন্য স্থানে সরে গেলে রাস্তার কাজ শুরু হবে। না হলে অর্থ সরকারের ঘরে চলে যাবে। তবে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান জানান, জেলা পরিষদের পরিত্যক্ত সড়কে নদী ভাঙা অসহায় পরিবারগুলো আশ্রয় নেয়। তারা বসতবাড়ি প্রায় ৪০ বছর থেকে ৫০ বছর ধরে রয়েছে। তবে জেলা পরিষদ থেকে তাদের উচ্ছেদ করার কোনো প্রশ্ন উঠে না। তবে পাশ দিয়ে ছোট রাস্তা হলে হয়তো পরিবারগুলোর সামান্য জমি ছাড়তে হবে। আর কাউকে উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়নি। ওদিকে জেলা প্রশাসকের নির্দেশে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, কাঁটাতারের বেড়া দিয়ে কাউকে অবরুদ্ধ করে রাখা উচিত হয়নি। আর যে স্থানে কাঁটাকারের বেড়া দিয়েছে- দেখা যাচ্ছে ওই জায়গা জেলা পরিষদের হবে। তবে পুনরায় দেখার জন্য সার্ভেয়ারকে বলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর