× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

রাবিতে জোহা দিবস পালিত

শিক্ষাঙ্গন

রাবি সংবাদদাতা
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০২০, মঙ্গলবার, ৭:৫২ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. শামসুজ্জোহার শাহাদাৎ দিবস ও শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭টা থেকে শহীদ ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ, বক্তৃতা, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে ড. জোহার শাহাদাৎ দিবস ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করেন। পরে রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ আবাসিক হল, বিভাগ, পেশাজীবী সংগঠনগুলো প্রভাতফেরি, শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর