× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কর্ণফুলীতে নৌকাডুবির ৫ দিন পর মিললো মা-ছেলের লাশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

নৌকাডুবির পাঁচদিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে মিলল মা ও ছেলের মরদেহ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙ্গুনিয়া থানার পুলিশ ভাসমান অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করে। রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, কর্ণফুলী নদীতে ভাসমান লাশ দু’টি দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- উদ্ধারকৃতরা মা ও ছেলে। ভাটির টানে মরদেহ দু’টি রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় গিয়ে ভেসে উঠে। ওসি জানান, গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম-রাঙ্গামাটি সীমান্ত সংলগ্ন চন্দ্রঘোনা কাগজ কলের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে পর্যটকবাহী নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। মরদেহ শনাক্ত করতে ইসকনের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে।
কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল জানান, গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন চট্টগ্রাম থেকে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ইসকনের ১২৭ সদস্যের একটি দল কর্ণফুলী নদীপথে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় আসে। সেখান থেকে তিনটি ইঞ্জিনচালিত নৌকাযোগে চিৎমরম বৌদ্ধ বিহারে যাওয়ার সময় কয়লার ডিপো এলাকায় একটি নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়। এ ঘটনায় সেদিন বিকেলে দেবলীনা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করে। অনেক চেষ্টার পরও টুমপা মজুমদার (৩০) ও তার ছেলে বিজয় মজুমদারকে (৫) উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।॥
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর