× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে মাল্টিপ্ল্যান কর্তৃপক্ষ ও ফ্ল্যাট মালিকদের পাল্টাপাল্টি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

সিলেটে মাল্টিপ্ল্যান কর্তৃপক্ষ ও ফ্ল্যাট মালিকদের মধ্যে পাল্টাপাল্টি চলছে। এরই মধ্যে বিবদমান দু’পক্ষ সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তবে মাল্টিপ্ল্যান কর্তৃপক্ষ জানিয়েছেন- সার্ভিস চার্জ দিলেই ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেবে দেশের আবাসন খ্যাতের অন্যতম প্রতিষ্ঠান মাল্টিপ্ল্যান লিমিটেড। এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। তিন দিন আগে নগরীর মেন্দিবাগ এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্ল্যাটে বসবাসকারীরা অবশ্যই তাদের ফ্ল্যাট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন একটি সরকারি প্রক্রিয়া। প্রকল্পের জমি জাতীয় গৃহায়ন কর্তৃক ইজারাকৃত। রেজিস্ট্রেশনের আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে বিক্রয় অনুমতি বাধ্যতামূলক।
হাউজিং ফি, সার্ভিস চার্জ ও সেলস পারমিশনের টাকা দিলেই ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাল্টিপ্ল্যান লিমিটেডের মিডিয়া উইং প্রধান এএম আরিফ হোসেন উল্লেখ করেন, মাল্টিপ্ল্যান লিমিটেড তার অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানের ব্যানারে দেশে ৫ হাজার ফ্ল্যাট ও একাধিক মার্কেট নির্মাণ করে মানুষের আবাসন ও ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। যা সরকারের উন্নয়ন সহযোগী। প্রতিষ্ঠানের কর্ণধার, সিলেটের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফ আলী দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অথচ তাকে ও প্রতিষ্ঠানকে নিয়ে সম্প্রতি সিলেটে শাহজালাল মাল্টিপ্ল্যানের ‘হিজল ভবন’ এর বাসিন্দা মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। যা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। হিজল ভবনের ৮৪টি ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে ৮-১০ জনলোক নিজ স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার করেছেন। এমনকি তারা কোম্পানির সিইও এর বিরুদ্ধে মিথ্যাচার করে হাজার কোটি টাকার মানহানি করেছেন। এদিকে গতকাল পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ফ্ল্যাটের মালিকরা। এতে তারা হুমকি দিয়ে বলেছেন, মাল্টিপ্ল্যান কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার ৮৪ হাজার কোটি টাকার মানহানি মামলা করছেন তারা। মঙ্গলবার সিলেট নগরীর একটি হোটেলে শাহজালাল উপশহরস্থ মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির প্রবাসী বিনিয়োগকারী ফ্ল্যাট মালিকরা সংবাদ সম্মেলন করে এ হুমকি দেন। লিখিত বক্তব্যে বলা হয়, মাল্টিপ্ল্যান সিটির হিজল ভবনে আমরা যারা ফ্ল্যাট ক্রয় করেছি তাদের মধ্যে ৮০ ভাগ ফ্ল্যাট মালিক প্রবাসী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা বসবাস করি। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনার পরও আমাদেরকে দুষ্কৃতকারী, কুচক্রী বলে আখ্যা দিয়েছেন। এমনকি এখানে কোনো প্রবাসী ফ্ল্যাট ক্রয় করেননি বলেও চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জের জবাব দিতে পাসপোর্ট হাতে নিয়ে প্রবাসীরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তারা বলেন, ফ্ল্যাট ক্রয় করে আজ ১৬ বছর যাবত রেজিস্ট্রেশন না পেয়ে নানা বিড়ম্বনা ও হুমকি-ধমকির শিকার হয়ে গত ২৮শে জানুয়ারি আমরা আরেকটি সংবাদ সম্মেলনে আমাদের বক্তব্য তুলে ধরেছিলাম। গত ১৫শে ফেব্রুয়ারি মাল্টিপ্ল্যানের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছেন এবং হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি রেজিস্ট্রেশন প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই মনগড়া ও বিভ্রান্তিকর। সংবাদ সম্মেলনে বলা হয়েছে রেজিস্ট্রেশন করে দিতে তারা দীর্ঘদিন থেকে প্রস্তুত এবং চিঠি চালাচালি করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ চৌধুরী, আতাউর রহমান কুনু, হালিমা বেগম চৌধুরী, রুহেল আহমদ, আব্দুল কাদির, মাহবুব আলম প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর