× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

তানজিদ-আল আমিনের সেঞ্চুরি, ম্যাচ ড্র

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ হাসান তামিম ও আল আমিন। ষষ্ঠ উইকেটে ২১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়ায় ২৮৮/৫। আল আমিনের সেঞ্চুরির পর ম্যাচ ড্র মেনে নেয় দুদল। তানজিদ ৯৯ বলে ১২৫ ও আল আমিন ১৪৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন।

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি। মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন ইমনও ব্যর্থ। বিসিবি একাদশের হয়ে খেলতে নামা এ চারজনের সম্মিলিত রান ৩৮। তবে আকবরদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন  ‘ছোট তামিম’ খ্যাত তানজিদ হাসান।


২৯১/৭ নিয়ে আজ সকালে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬৯ রানেই ৫ উইকেট খুইয়ে বসে বিসিবি একাদশ। জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ ১১ রান করে আউট হন। অনূর্ধ্ব-১৯ দলের তারকা পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৩৪ রান। মাহমুদুল হাসান জয় ও আকবর আকবর আলী প্রত্যেকেই ১ রান করে আউট হয়। শাহাদাত হোসেন করেন ২ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। পরের ৭৫ রান করেন ৫৯ বলে। ১২৫ রানের ইনিংসটি সাজান ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কায়। আল আমিনের ১৪৫ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১৬টি চারের মার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আইসলে এনদভু।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর