× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেনীতে দুই ভুয়া ডিবি সদস্য আটক

অনলাইন

ফেনী প্রতিনিধি
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৯, ২০২০, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

ফেনীতে নকল ডিবির দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মো. আলাউদ্দিন (২৮) ও নূর নবীকে (২৭) আটক করে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণের জন্য আদায়কৃত টাকা। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এন এম নুরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো. প্রান্ত ইসলাম (২৫) নামে এক যুবককে অপহরণ করে। পরে অপহৃতকে হুমকি দিয়ে তার বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা আদায় করে। অপহৃতের পরিবারের পক্ষ থেকে অপহরণ ও মুক্তিপণের বিষয়টি জেলা পুলিশকে জানানো হলে অপহরণকারীদের ধরতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো সদর উপজেলার লক্ষ্মীয়ারা পাটোয়ারী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন ও একই এলাকার বগই ভূঞা বাড়ির আবুল হোসেনের ছেলে নূর নবী। পুলিশ এ সময় অপহৃত মো. প্রান্ত ইসলামকে উদ্ধার করে। প্রান্ত ইসলাম ডালি কনস্ট্রাকশন লিমিটেডের গ্রামীণ নেটওয়ার্ক টাওয়ারের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর