× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দলের জন্য কী করতে হবে সেটা জানাটাই আসল’

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ দল। প্রস্ততি পর্বের প্রথমদিনে মাত্র ৮ ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে বিসিএল’র তৃতীয় রাউন্ড শেষে একদিন বিশ্রাম নিয়ে গতকাল ক্যাম্পে যোগ দেন বাকি ৮ জন। ১৬ জনের স্কোয়াড নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুপুরে অনুশীলন শুরু করেন। দেশের মাটিতে টেস্টে সাধারণত একাদশে স্পিনারদের আধিক্য থাকে। তবে স্কোয়াডে পাঁচ পেসার নেয়াটা ইঙ্গিত দিচ্ছে প্রতিপক্ষকে গতিতে কাবু করার পরিকল্পনা আঁটছে টাইগাররা। তবুও প্রশ্ন মিরপুর শেরেবাংলা মাঠের উইকেটে পেসাররা কতটা সাফল্য পাবেন? অনুশীলনের ফাঁকে টেস্টের নিয়মিত পেসার আবু জায়েদ চৌধুরী রাহী সংবাদমাধ্যমকে বলেন, ‘একাদশে থাকবো কি থাকবো না, এ রকম চিন্তা ঢুকলে পারফর্ম করা কঠিন। এক ফরম্যাটেই খেলবো, এটা জানা থাকলে ভালো খেলা সহজ হয়ে যায়।’
দেশের স্পিন কন্ডিশনে পেসাররা সব সময় পিছিয়ে।
এমন অবস্থায় নিজেদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কী? রাহী বলেন, ‘দলের জন্য কী করতে হবে, সেটা জানাটাই আসল। দুই পেসার খেলবে নাকি এক পেসার, তা এখনো জানি না। বিসিএল বা ন্যাশনাল লীগে স্পিনাররা বেশি রান দিলে পেসারদের কাজ হয় রান কম দেয়া। এতে স্পিনাররা পরে এসে উইকেট নিতে পারে। টিমের জন্য যেটা কাজে লাগবে, সেটা করাই আসল মোটিভেশন।’
এরই মধ্যে বাংলাদেশে এসেছেন নয়া পেস বোলিং কোচ ওটিস গিবসন। তার আগে ছিলেন শার্ল ল্যাঙ্গাভেল্ট। দ্রুত সময়ে কোচের পরিবর্তন ও নতুন কোচের আগমনে পেসারদের ঝামেলায় পড়তে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নয়া কোচ নিয়ে রাহী বলেন, ‘কোচের কাছ থেকে ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি এবং সেভাবেই কাজ করি। কোচ চলে যাওয়া বা আসা আমাদের হাতে নাই। যারা ছিলেন, তাদের কাছ থেকে শেখা ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি। এটার কোনো বিকল্প নাই।’ গিবসনের সঙ্গে নিজেদের কাজ নিয়ে এই পেসার বলেন, মাত্র দু’দিন হলো। কারণ টেস্টের সময় কাজ করতে পারিনি (পাকিস্তানে)। গতকাল বলেছেন লাইট বোলিং করতে। রানআপ নিয়ে কাজ করতে বলেছেন, এক জায়গায় বল করতে বলেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর