× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হার না মানা জোড়া শতকে জবাব

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

ব্যাট হাতে জোড়া শতকে জিম্বাবুয়েকে জবাব দিলো বিসিবি একাদশ। বিকেএসপিতে দু’দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি হাঁকান তানজিদ হাসান তামিম ও আল আমিন। ষষ্ঠ উইকেটে ২১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। আল আমিনের সেঞ্চুরির পর ড্র মেনে নেয় দু’দল। তানজিদ ৯৯ বলে ১২৫ ও আল আমিন ১৪৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। তাতে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়ায় ২৮৮/৫-এ।

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি। রান পাননি মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনও।  ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৩৪ রান। বিসিবি একাদশের হয়ে খেলতে নামা এ চারজনের সম্মিলিত সংগ্রহ ৩৮।
তবে আকবরদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়ান  ‘ছোট তামিম’ খ্যাত তানজিদ হাসান। দলীয় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বিসিবি একাদশকে পথ দেখান তিনি। অধিনায়ক আল আমিনের সঙ্গে জুটি গড়ে খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। পরের ৭৫ রান করেন ৫৯ বলে। ১২৫ রানের ইনিংসটি সাজান ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কায়। আল আমিনের ১৪৫ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১৬টি চারের মার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আইসলে এনডভু।

২৯১/৭ সংগ্রহ নিয়ে কাল সকালে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে দল। জবাবে  দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় বিসিবি একাদশ। জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ ১১ রান করে আউট হন। জয়-শাহাদাত দ্রুত উইকেট খোয়ালে ১৫.২তম ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়ায় ৩৯/৩-এ। অনূর্ধ্ব-১৯ দলের তারকা পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৩৪ রান। অল্প ব্যবধানে উইকেট খোয়ান ইমন ও আকবর আলী। আর ২৪.২তম ওভার শেষে ৬৯/৫ সংগ্রহ নিয়ে চাপ বাড়ে বিসিবি একাদশের ওপর। তবে ষষ্ঠ উইকেট জুটিতে আল আমিন ও তানজিদ হাসান ব্যাট হাতে ক্রিকেজ কাটিয়ে দেন ৩৫.১ ওভার। ৬.২২ গড়ে স্কোর বোর্ডে জমা করেন ২১৯ রান। সাত নম্বরে ব্যাট হাতে তানজিদ হাসান সেঞ্চুরি পূর্ণ করেন ৮৭ বলে।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৯০ ওভারে ২৯১/৭ ডিক্লে.
বিসিবি একাদশ: ৫৯.৩ ওভারে ২৮৮/৫ (নাঈশ শেখ ১১, পারভেজ ইমন ৩৪, জয় ১, শাহাদাত ২, আকবর ১, আল আমিন ১০০*, তানজিদ ১২৫*)
ফল: ম্যাচ ড্র।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর