× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

তাহিরপুরে শহীদ মিনার জরাজীর্ণ

অনলাইন

এম.এ রাজ্জাক, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২১, ২০২০, শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মূল একাডেমিক ভবনের সামনে নির্মিত শহীদ মিনারটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ১৯৫২ সালের মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রামে আত্মউৎসর্গ দানকারী শহীদদের স্মরণে দেশ ও বিদেশের নানান প্রান্তে স্থাপিত হয়েছে শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ। সার্বভৌমত্ব গর্বের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে এ শহীদ মিনার স্মৃতিফলকটি এতো বছর পরও অবহেলিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটির জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মিনারটির তিনটি খুটির উপরে রক্তলাল সূর্যের আদলে তৈরি অংশে অনেকগুলো পেরেক থাকার নিয়ম থাকলেও বর্তমানে দু'টি পেরেক ব্যতীত বাকি সব পেরেক লাল অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে। আর তিনটি খুটির মধ্যে একটি খুঁটির সিমেন্টের অংশ ভেদ করে লোহার রড বেরিয়ে পড়েছে। তাছাড়া মিনারের মধ্যবর্তী স্থানেও সৃষ্টি হয়েছে ফাটল, শহীদ মিনারটির বর্তমান এই জরাজীর্ণ অবস্থা দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
গেল বছরগুলোতে বিভিন্ন জাতীয় দিবসে শহীদ মিনারটির চারপাশে চুনকাম আর রংয়ের মধ্য দিয়েই চলছিল এর সংস্কার কাজ। বিভিন্ন জাতীয় দিবসে এ এলাকার শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিরা এ শহীদ মিনারেই জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও সাদা চুনকাম আর রংয়ের মধ্যেই নাম দেখানো সংস্কার কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শহীদ মিনারটি সংস্কারের মাধ্যমে দ্রুত যুগোপযোগী করার দাবি জানান স্থানীয়রা।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সেলিম হায়দার বলেন, শহীদ মিনারটির সংস্কার করা জরুরি পড়েছে। সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছেন শহীদ মিনারটি সংস্কার করার জন্য।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু বলেন, সংশ্লিষ্টদের নিকট থেকে শহীদ মিনারটির সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন হওয়ার সেই টাকা এখন পর্যন্ত আমরা পাইনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বে থাকা কালে ১লাখ টাকা বরাদ্দ দিয়েছিলাম শহীদ মিনারটির সংস্কারের জন্য। পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান এসে এ বরাদ্দ বাতিল করেন। তিনি বলেন, স্থানীয় সাংসদের নিকট শহীদ মিনারটির সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করার জন্য আবেদন জানাবো, যেন বিষয়টি বাস্তবায়নে তিনি আন্তরিক হোন।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এ বিষয়ে বলেন, এ শহীদ মিনারের বরাদ্দ বাতিল করা হয়নি। বরাদ্দের টাকা কম হওয়ায় শহীদ মিনারটি সংস্কার কাজ শুরু করা যায়নি। তিনি বলেন,এ বিদ্যালয়ের পাশেই জয়নাল আবেদীন বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত বরাদ্দ নিয়ে অচিরেই বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনেও একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার তৈরির করা হবে ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে শহীদ মিনারটির সংস্কারের জন্য অচিরেই উদ্যোগ গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর