× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মাগুরায় অস্ত্র ও গুলিসহ আটক ৩

বাংলারজমিন

মাগুরা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে দু’টি স্বয়ংক্রিয় শাটারগান, ১০ রাউন্ড গুলি, ৫টি হাতবোমা ও একটি চাপাতিসহ ৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে শ্রীপুর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে-শ্রীপুর উপজেলা সদরের বকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩০), একই উপজেলা সারঙ্গদিয়া গ্রামের  শফিক মোল্যার ছেলে বকুল মোল্যা (২৭) এবং আমলসার গ্রামের মাছিম শেখের ছেলে জামিরুল (২৮)।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের কালিনগর গ্রামের রফিক নামে এক ব্যক্তি ট্রাক ভাড়ার করার কথা বলে মোবাইল ফোনে রাজবাড়ির কালুখালি থানার মহিষডাঙি গ্রামের বালু ব্যবসায়ী পলাশ মণ্ডকে (২৪) তার এলাকায় আসতে বলে। রফিক পূর্ব পরিচিত হওয়ায় পলাশ তার বন্ধু মাজেদুলকে নিয়ে নান্নু নামের এক ব্যক্তির ভাড়া মটর সাইকেলযোগে বুধবার সন্ধ্যায় কালিনগর এলাকায় আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেলের চালক নান্নু, পলাশ ও মাজেদুলকে অপহরণ করে। পলাশকে শ্রীপুর উপজেলার আমলাসার ইউনিয়নের মাদিয়াপাড়া এলাকায় একটি বাগানে এবং নান্নু ও মাজেদুলকে আমলসার গ্রামের লিটন নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে ডাকাতরা। এরপর তারা মোবাইল ফোনে পলাশের বাড়িতে চাঁদা দাবি করে। বিষয়টি পলাশের বাড়ির লোকজন শ্রীপুর থানা পুলিশকে জানায়।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর উপস্থিতি আঁচ করতে পেরে সন্ত্রাসীরা অপহৃত পলাশকে সেখানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী পলাশকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়।
এরপরে পুলিশ অভিযান চালিয়ে রাতে আমলসার গ্রাম থেকে প্রথমে মিন্টু বিশ্বাস (৩০) কে আটক করে। এরপর তার স্ব্বীকারোক্তি মোতাবেক পুলিশ একই গ্রাম থেকে জামিরুল ও বকুল মোল্যাকে আটক করে। আটককৃতদের জিঙ্গাসাবাদের ভিত্তিত্তে পুলিশ আমলসার গ্রামের জামিরুলের বাড়ির পেঁয়াজ রাখা ঘর থেকে ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি, ১টি চাপাতি এবং ৫টি হাতবোমা উদ্ধার করে। এ সময় একই এলাকার লিটনের বাড়ি থেকে মাজেদুল ও নান্নু নামে অপহৃত অপর দুই ব্যক্তিকেও উদ্ধার করে পুলিশ। ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, আটককৃতরা পেশাদার ডাকাত। শুধু ডাকাতি নয়, তারা অপহরণ করে মুক্তিপণ আদায়, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের নামে বিভিন্ন থানায় ডাকাতি আপহরণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের দলে আরো একাধিক সদস্য রয়েছে। আটককৃতদের নামে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর