× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ১ দিনের বেতন প্রদানের ঘোষণা প্রশাসনের

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

হবিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ দিবসের আলোচনা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভাশেষে শহীদ মিনার নির্মাণের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তারসহ জেলার বিভিন্ন বিভাগের প্রধানরা। উল্লেখ, স্বাধীনতা পরবর্তী হবিগঞ্জ জেলায় নির্মিত হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার। বাধ্য হয়ে জেলার সকল শ্রেণি-পেশার লোকজন বৃন্দাবন সরকারি কলেজ শহীদ মিনারে শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থান সংকুলানের অভাবে প্রতিবছরই ফুল দিতে গিয়ে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ ব্যাপারে মোহাম্মদ কামরুল হাসান বলেন, হবিগঞ্জে এখনও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়নি এটা দুঃখজনক। তাই আমরা চাই মুজিব বর্ষেই হবিগঞ্জে শহীদ মিনার নির্মাণ হবে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে আমরা জেলা প্রশানের সকল কর্মকর্তারা একদিনের বেতন প্রদান করব। উদ্যোগ গ্রহণ করা হলে টাকা কোনো সমস্যা হবে না। সাংস্কৃতিক মন্ত্রণালয়, হবিগঞ্জ পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্য শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা চাই আগামী ১৭ই মার্চের আগেই নির্মাণ কাজ শুরু হোক। আজই আমরা জেলা প্রশানের নিমতলায় শহীদ মিনারের জন্য স্থান পরিদর্শন করেছি। আমরা চাই আগামী বছর কেন্দ্রীয় শহীদ মিনারে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন হবিগঞ্জবাসী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর