× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নাঙ্গলকোটে অটোরিকশাচালকের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

 কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামের অটোরিকশা চালক জামাল হোসেনের ওপর সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বড়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মমিন, নিজাম উদ্দিন খোকন, শাহ আলম, মীর হোসেন মোল্লা, মনির হোসেন, ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।  বক্তারা, জামালের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বুধবার সন্ধ্যায় বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামের অটোরিকশা চালক জামাল হোসেনের অটোরিকশায় তার গ্রামের দেলোর হোসেনের স্ত্রী রোকেয়া বেগম সহ দুইজন যাত্রী বক্সগঞ্জ বাজার থেকে মাছিমপুর গ্রামে রওয়ানা দেয়।
ওই গ্রামের ব্রিজের ওপর পৌঁছালে দুই যাত্রীসহ ৫-৬ ভাড়াটিয়া সন্ত্রাসী জামালকে অটোরিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেন।
পরিবারের লোকজন জানান, বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর