× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা ভাইরাসে মৃত বেড়ে ২২৩৬ আক্রান্ত ৭৫০০০

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

 বেড়েই চলেছে করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃত ও আক্রান্তের সংখ্যা। বিগত কয়েকদিন ধরে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন শ’খানেকের বেশি মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েকশ’। শুক্রবার চীনা কর্মকর্তারা জানিয়েছেন, একদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন আরো ৮৮৯ জন মানুষ। মারা গেছেন আরো ১১৮ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ হাজার ছাড়িয়েছে। গত ডিসেম্বরে করোনা ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে বিশ্ববাসীকে প্রথমবারের মতো অবহিত করে চীন।
এরপর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৩০টি দেশে। আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনেই বেশি হচ্ছে। তবে গত সপ্তাহ থেকে অন্যান্য দেশেও এর প্রাদুর্ভাব বেড়েছে। বুধবার ইরান ও জাপানে দুইজন করে মানুষ মারা গেছেন। সিঙ্গাপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৬ জন হয়েছে। এ নিয়ে গত তিনদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে। কর্মকর্তারা ভাইরাসটি নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর