× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

৫৭ লাখ মানুষকে সেবা দিয়েছে পুলিশের ৯৯৯

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

 পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এই দেশে ত্রিপল নাইন সার্ভিস চালু হয়েছে মাত্র দুই বছর হয়। এই অল্প সময়ে প্রায় দুই কোটি কল রিসিভ করা হয়েছে। এরমধ্যে অন্তত ৫৭ লাখ মানুষ পুলিশের সেবা পেয়েছেন। এটি পুলিশের একটি নতুন সংযোজন। এরমাধ্যমে পুলিশ সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে পারছে। আগুন নেভানো, এম্বুলেন্স সংগ্রহ থেকে শুরু করে জরুরি পুলিশ সেবা দেয়া হচ্ছে ত্রিপল নাইনের মাধ্যমে। গতকাল বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সী শেল পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র বার্ষিক বনভোজন ও ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোরছালীন বাবলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, পুলিশ ও ক্রাইম রিপোর্টারদের কাজে অনেক মিল রয়েছে।
আমাদের কোনো বন্ধ নেই। শুক্রবার, শনিবার নেই। যখনই ক্রাইম হয়, যেখানে হয় সেখানে ছুটে যেতে হয়। তাই ক্রাইম রিপোর্টারদের সঙ্গে পুলিশের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। আমরা সবাই অপরাধ দমনে কাজ করি। পুলিশের সেবা সম্পর্কে মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা চাই পুলিশের কাছে মানুষ যথাযথ সেবা পাক। প্রতিটি থানা হবে জনবান্ধব। মানুষ সমস্যায় পড়ে থানায় আসবে, কিন্তু সেখান থেকে বের হবে হাসি মুখে। চব্বিশ ঘন্টা থানা থেকে প্রয়োজনীয় সেবা দেয়া হবে। আমরা সেভাবেই কাজ করছি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, পুলিশের কাউন্টার টরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এসময় ক্র্যাবের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। দিনব্যাপি ক্র্যাবের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীরা গান, মুকাভিনয় ও নৃত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সাইফ বাবলু। এছাড়াও বিভিন্ন ধরণের খেলা, র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয় ক্র্যাবের বার্ষিক বনভোজন ও ফ্যামেডি ডে অনুষ্ঠানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর