× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তান সফর থেকে মাহমুদুল্লাহর নাম প্রত্যাহার

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

এপ্রিলে তৃতীয় দফায় একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যেতে চান না মাহমুদুল্লাহ রিয়াদ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওই সময়ে ছুটি চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এপ্রিলে তৃতীয় দফায় এক ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। কেবল একটি ওয়ানডে খেলতেই তাকে যেতে হবে পাকিস্তান। আর ওই ওয়ানডে ম্যাচে তাকে  বিবেচনা না করার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে জানুয়ারিতে প্রথম দফায় পাকিস্তান সফর করে বাংলাদেশ দল। ওই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। ফেব্রুয়ারিতে মুমিনুল হকের নেতৃত্বে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ। টেস্ট দলে ছিলেন মাহমুদুল্লাহ।
রাওয়ালপিন্ডি টেস্টে মাহমুদুল্লাহর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল বিসিবির উচ্চ মহলে। উইকেটে থিতু হয়েও প্রথম ইনিংস বড় করতে পারেননি তিনি। পরের ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক বল জেনেও শট খেলতে গিয়ে আউট হন তিনি। এটাই মূলত তাতিয়ে দেয় বিসিবি সভাপতিকে। ওই টেস্টে দলের সবার পারফরম্যান্স নিয়েই হতাশা প্রকাশ করেন নাজমুল হাসান পাপনসহ বিসিবির অন্যান্য নীতি-নির্ধারকরা। মাহমুদুল্লাহর শরীরী ভাষা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বোর্ডের অনেক পরিচালক। এর কদিন পরই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দিয়ে টেস্ট দল থেকে বাদ পড়ার খবরটি জানানো হয় মাহমুদুল্লাহকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ। নিজের টেস্ট ভবিষ্যত নিয়ে পুনরায় ভাবাসহ তাকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছে।
তৃতীয় দফায় পাকিস্তান সফরে আগামী ৩রা এপ্রিল করাচিতে অনুষ্ঠিতব্য একমাত্র ওয়ানডে ম্যাচটির সময়টাতেই সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রীর। এসময়টাতে স্ত্রীর পাশে থাকতে চাইছেন এই অলরাউন্ডার। মাহমুদুল্লার সঙ্গে আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক। ছুটি চেয়ে বিসিবি বরাবর লিখিত আবেদনও করেছেন মাহমুদুল্লাহ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদুল্লাহ জানিয়েছে, ওই সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চায় সে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে সে নাও থাকতে পারে। লিখিত আবেদন করেছে সে। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে  সিদ্ধান্ত নেবে বোর্ড।’
মুশফিকুর রহীমের পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেয়া বেশ বিরক্তির চোখে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেই দিয়েছেন এরকম ছুটি নিতে হলে অন্তত ৬ মাস আগে জানাতে হবে বোর্ডকে। মাহমুদুল্লাহর আগে বোর্ডের কাছ থেকে এমন ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সবেশেষ নিরাপত্তা ইস্যুতে মুশফিকুর রহীম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর