× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ছুটির দিনে উপচে পড়া ভিড় গ্রন্থমেলায়

এক্সক্লুসিভ

মুনির হোসেন
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

মেহজাবীন নাহার চৌধুরী। রাজধানীর একটি প্রাইভেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। এবারের গ্রন্থমেলায় ও এসেছে প্রথমবারের মতো। এর আগে কখনো গ্রন্থমেলায় আসা হয়নি। বাবা শফিউল হক চৌধুরীর হাত ধরে যখন সোহরাওয়ার্দী উদ্যানের শিশুচত্বরে নজর পড়ে তখন বায়না ধরে শিশুচত্বরের ইকরি, হালুম, টিকটিকিদের সঙ্গে খেলা করার, ওদের সঙ্গে কথা বলার। বাবাও মেয়ের আবদার অনুযায়ী সিসিমপুরের পাশে ইকরি, টিকটিকি, হালুমদের কাছে নিয়ে যান। ছোট মেহজাবীন ভীষণ খুুশি টিভি পর্দার এসব কার্টুন দেখে। হ্যালো- ইকরি বলে ডাক দেয় ও।
কার্টুনগুলোর সঙ্গে চিৎকার চেঁচামেচিতে সময় কাটায় অন্তত ৩০ মিনিট। শুধু মেহজাবীন নাহার চৌধুরী নয়, মেলায় আগত শিশু কিশোরদের অন্যতম আকর্ষণ শিশুচত্বরের এ আয়োজন। সকলে এদের সঙ্গে খেলা করে। আর কোমলমতি এসব শিশুদের খেলা মেলার সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুণ। ছুটির দিন ছিল মেলা বেশ জমজমাট। এদিনও মেলায় আগত দর্শনার্থীদের পোশাকে ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। দর্শনার্থীদের প্রায় অধিকাংশই বই হাতে বাসায় ফিরেছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল মেলার শিশুপ্রহর। এসময় শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় গ্রন্থমেলায়। মেলার শিশুচত্বর ছিল জমজমাট। অন্য এলাকায়ও দর্শনার্থীদের ভিড় ছিল বেশ লক্ষণীয়। বিকেলেও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একুশে ফেব্রুয়ারির একদিন পরও মেলায় ছিল দিবসটির ছাপ। শাড়ি, পাঞ্জাবিতে অনেকে এদিন হাজির হয়েছেন মেলায়। এসব পোশাকে ফুটে উঠেছে বর্ণমালার প্রতি ভালোবাসা। ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাঈম বলেন, বেচাবিক্রি ভালোই চলছে। অন্য প্রকাশের জনসংযোগ কর্মকর্তা আলা উদ্দিন টিপু বলেন, গতকালকের মতো আজও বিক্রি ভালো। আশা করছি সন্ধ্যার পর আরো বাড়বে।
এদিকে সকালে ও বিকেলে শিশুচত্বরেও ভালো বেচাবিক্রি হয়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে মনে করেন চত্বরের অনেক প্রকাশক। আদিগন্ত প্রকাশনীর স্বত্বাধিকারী ফারজানা কাইয়ুম বলেন, মেলায় আমাদের স্টলটি অনেক ভেতরে পড়ে গেছে তাই পাঠক এদিকে কম আসেন। আজকে ছুটির দিনেও এখানে বেচাবিক্রি ভালো না। টোনাটুনির সেলসম্যান মো. বাদল বলেন, বেচাবিক্রি ভালো চলছে। কিশোর ভুবনের পরিচালক বিনয় কুমরার রায় বলেন, বেচাবিক্রি ভালো, তবে আরো ভালো হওয়ার আশা করেছিলাম। কথা হয় আয়েশা নওরীন দুর্দানার সাথে। রাজধানীর এফএম স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সে। গ্রন্থমেলায় এসেছে বাবার সঙ্গে। কিনেছে দু’টি বই। যার একটি আমাদের পাখিরা। জানতে চাইলে বলে, মেলায় এসে খুব ভালো লাগছে। দু’টি বই কিনেছি, আরো কিনবো।
মেলায় নূরে আলম সিদ্দিকীর তিন বই
এবারের মেলায় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম নূরে আলম সিদ্দিকীর সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, কূটনীতি ও ইতিহাসের চলমান প্রসঙ্গ নিয়ে তীর্যক আলোচনা নির্ভর বই ‘কালের কলধ্বনি’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী (স্টল নং-৩২৫)। বিশ অধ্যায়ে সুলিখিত দেড়শ’ পৃষ্ঠার এই বইতে নূরে আলম সিদ্দিকী তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে বর্তমান সময়ের সংকট, গণতন্ত্র, রাজনীতি নিয়ে সুচিন্তিত মতামত খোলামেলাভাবে তুলে ধরেছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইতিহাসের আলোকে আগামীতে  দেশ কোনদিকে যেতে পারে তাও উল্লেখ করেছেন তিনি নতুন বইতে। কারুবাক প্রকাশনী থেকে লেখকের এর আগেও দু’টি বই প্রকাশিত হয়েছে, ‘একাত্তরের অজানা অধ্যায়: এক খলিফার বয়ান’, আওয়ামী লীগ বিরোধী নই, তবুও সমালোচনা করি’।  
মেলায় আসা আরো নতুন কিছু বই
ছড়া সমগ্র (৩): ছড়াকার, শিশুসাহিত্যিক ও শিশু একাডেমির সাবেক       পৃষ্ঠা ১৭ কলাম ৪
 পরিচালক আনজির লিটনের ছড়াসমগ্র-৩ প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ এঁকেছিলেন প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী।
বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ: শিক্ষক ও গবেষক আবদুুল্লাহ আল মোহনের ‘বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ’ প্রকাশ করেছে তাম্রলিপি ২১শে ফেব্রুয়ারি মেলায় বইটির মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ, কথাশিল্পী ড. মুহম্মদ জাফর ইকবাল। বইমেলায় তাম্রলিপি প্রকাশনীতে (প্যাভিলিয়ন নং ১৭) বইটি পাওয়া যাবে।
দরজায় খিল নেই: বাতিঘরের সহযোগী প্রতিষ্ঠান কবিতা ভবন প্রকাশ করেছে অলকা নন্দিতার ‘দরজায় খিল নেই’। কর্ণফুলীর জল হাওয়ায় বেড়ে ওঠা অলকা নন্দিতার অনবদ্য চল্লিশটি কবিতার অনবদ্য সঙ্কলন ‘দরজায় খিল নেই। বইটির প্রচ্ছদ করেছে সব্যসাচী হাজরা। বাংলা একাডেমির তরুন লেখক প্রকল্প পুরস্কার পাওয়া এই লেখকের এর আগেও প্রকাশিত হয়েছে পিননের ভাঁজে মহাকাশ হাঁটে ও উজানি পাড়ার জুঁই।
ডিফারেন্ট ওয়ার্ডস: আমেরিকান ও ব্রিটিশ ইংরেজি শব্দের পার্থক্য কোথায় কোথায় তা নিয়ে বাংলা ভাষায় এই প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ‘ডিফারেন্ট ওয়ার্ডস’। বইটির লেখক তাপস কর্মকার। গবেষক ও লেখক তাপস কর্মকার ইতিমধ্যেই তার ভাষা বিষয়ক গবেষণামূলক চল্লিশটি বই প্রকাশ করেছেন। যা সর্বত্র সমাদৃত ও পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী (স্টল নং ২১৫,২১৬)।   
হাইভোল্টেজ মোটিভেশন: এবারের মেলায় গবেষক হারুন-আর-রশিদ-এর দু’টি নতুন বই এসেছে। নৈতিক মূল্যবোধ এবং ইতিবাচক ও মোটিভেশনাল বিষয় নিয়ে প্রকাশিত বই দু’টি হলো পার্ল পাবলিকেশন্স (প্যাভিলিয়ন নং-৩৪) প্রকাশিত হাইভোল্টেজ মোটিভেশন এবং গ্রন্থরাজ্য (স্টল নং ৭০৬) থেকে সাকসেস ইন ইউর ফান্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর