× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কোহলিদের নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ভারত

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া শুক্রবার জানিয়েছিল, এশিয়া একাদশের হয়ে খেলবেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। কিন্তু গতকাল স্পোর্টস্টারকে দেয়া সাক্ষাতকারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এশিয়া একাদশে ভারতের প্রতিনিধিত্ব করছেন কারা তা নিশ্চিত নয়। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ব্যস্ততার উপর নির্ভর করছে কোন কোন ক্রিকেটারকে আমরা এশিয়া একাদশের জন্য নির্বাচন করবো। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এশিয়া একাদশে চার ভারতীয় ক্রিকেটার খেলার কথা থাকলেও সংখ্যাটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সভাপতি। এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে বলেও জানান সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘পাঁচ জনের মতো ক্রিকেটার ওই সময়টাতে ফ্রি থাকতে পারে। সেক্ষেত্রে পাঁচজনকেও আমরা পাঠাতে পারি।
ম্যাচ দুটি আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।’
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। এশিয়া একাদশের হয়ে চার বাংলাদেশী ক্রিকেটারের খেলার কথা রয়েছে। কোন চার বাংলাদেশী খেলবেন সেটিও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য তারিখ ২১ ও ২২ মার্চ। দুটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। মুজিববর্ষের এ আয়োজনকে রাঙাতে ম্যাচ দুটিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে টেলিভিশনে সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

স্কোর কার্ড
বাংলাদেশ-জিম্বাবুয়ে
টস : জিম্বাবুয়ে ব্যাটিং
প্রথম ইনিংস      
মাসভরে ক অ্যান্ড ব নাঈম    ৬৪    ১৫২
কাসুজা ক নাঈম ব রাহী     ২     ২৪
আরভিন ব নাঈম     ১০৭     ২২৭
ব্রেন্ডন টেইলর ব নাঈম     ১০     ১১
সিকান্দার ক লিটন ব নাঈম     ১৮    ৬২
মারুমা এলবিডব্লু ব রাহী     ৭    ৩৫
রেগিস চাকাভা অপরাজিত    ৯    ২৫
ডনাল্ড তিরিপানো অপরাজিত    ০    ৪
অতিরিক্ত     ১১
মোট (৬ উইকেটে ৯০ ওভারে)     ২২৮
উইকেট পতন: ১/৭, ২/১১৮, ৩/১৩৪, ৪/১৭৪, ৫/১৯৯, ৬/২২৬।
বোলিং: নাঈম হাসান ৩৬-৮-৬৮-৪, আবু জায়েদ ১৬-৪-৫১-২, ইবাদত হোসেন ১৭-৮-২৬-০, তাইজুল ইসলাম ২১-১-৭৫-০।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর