× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নেভাদায় জয়ের পথে স্যান্ডার্স

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৩, ২০২০, রবিবার, ১০:১৩ পূর্বাহ্ন

ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচনে নেভাদা ককাসেও বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। নেভাদা ককাসে তিনি বিজয়ী হবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া খবরে বলা হয়েছে, তিনি বড় ধরনের বিজয়ের পথে রয়েছেন। এখানে বিজয়ী হলে তিনি এই নির্বাচনে ফ্রন্টরানার খেতাব ধরে রাখবেন। তবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ও অন্য প্রার্থীদের যেতে হবে অনেক পথ। দীর্ঘ সময় নিয়ে প্রতিটি রাজ্যে হবে প্রাইমারি নির্বাচন। এতে দলীয় নেতাকর্মীরা ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করবেন নভেম্বরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।


নেভাদার প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগের দুই রাজ্য আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে যেমন ফল করেছিলেন, তার চেয়ে এখানে বেশি ভাল করছেন। সিবিএস এবং অন্যান্য সংবাদ মাধ্যম বলছে, নেভাদায় অল্প কিছু ভোট গণনা করা হয়েছে। তাতে বার্নি স্যান্ডার্সের পক্ষে গেছে বেশি ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেভাদার শতকরা ২২ ভাগ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে বাম ধারার ডেমোক্রেট, ভারমন্টের সিনেটর স্যান্ডার্স পেয়েছেন শতকরা ৪৭ ভাগ ভোট। জো বাইডেন পেয়েছেন শতকরা ২৩ ভাগ ভোট। বাকি ভোট ভাগ হয়েছে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগের মধ্যে। তারা ওই দুই প্রার্থীর চেয়ে অনেক নিচে রয়েছেন। এ নির্বাচনে যেসব প্রার্থী শতকরা ১৫ ভাগের বেশি ভোট পাবেন তাদের মধ্যেই ভাগ হবে ডেলিগেট। এসব ডেলিগেটই জুলাই মাসে দলীয় কনভেনশনে ডেমোক্রেট দলের প্রার্থী চূড়ান্ত করবেন।

শনিবারের আগে পর্যন্ত বার্নি স্যান্ডার্স সংগ্রহ করেছেন ২১ টি ডেলিগেট। দলীয় মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ১৯৯০টি ডেলিগেট পেতে হয়। নেভাদায় বিজয়ী হলে ওই ২১ সংখ্যাটির সঙ্গে যুক্ত হবে আরো ডেলিগেট।

আগামী শনিবার সাউথ ক্যারোলাইনাতে হবে প্রাইমারি নির্বাচন। এখন সবার চোখ সেই দিকে। মার্চের আগে যে চারটি রাজ্যে ভোট হবে তার মধ্যে এই রাজ্যটি সবচেয়ে বড়। এখানে সবচেয়ে বেশি ভোটার হলেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনি। ফলে সেখানে জো বাইডেন সুবিধা পেতে পারেন। কারণ, তিনি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনিদের মধ্যে বেশ জনপ্রিয়। অন্যদিকে সাউথ ক্যারোলাইনাতে সিনেটর বার্নি স্যান্ডার্সও ভাল করবেন বলে আশা করা হচ্ছে। জরিপ বলছে, এই রাজ্যে প্রথম ডেলিগেট সংগ্রহে সক্ষম হতে পারেন বিলিয়নিয়ার টম স্টেয়ার। এর কয়েকদিন পরেই সুপার টুয়েসডে। এদিন একসঙ্গে ১৪টি রাজ্যে ভোট হবে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস। এই দুটি রাজ্যে রয়েছে সবচেয়ে বেশি ডেলিগেট। সুপার টুয়েসডের পরে কিছুটা পরিষ্কার হওয়া যাবে, কে হতে পারেন ডেমোক্রেট দলের প্রার্থী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর