× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১৩ হাজারি রান ক্লাবে প্রথম বাংলাদেশী

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ছিলেন তামিম ইকবাল। কিন্তু হঠাৎই ছন্দপতন। ৪১ রানে ডোনাল্ড ত্রিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। সাজঘরে ফেরার আগে স্পর্শ করেন অনন্য মাইলফলক। প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করার কৃতিত্ব দেখালেন টাইগার ওপেনার। আর বিশ্বের ৫০তম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করলেন তামিম।

১৩ হাজারি ক্লাবে নাম লেখাতে ২৭ রান প্রয়োজন ছিলেন তামিমের। বাংলাদেশের প্রথম ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে চার্লটন টিসুমাকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান ১৩ হাজারের ক্লাবে। ৬০ টেস্টে তামিমের রান চার হাজার ৪০৫।
ওয়ানডেতে করেন ছয় হাজার ৮৯২ রান। টি-টোয়েন্টিতে তামিমের রান এক হাজার ৭১৭। তিন ফরম্যাটে তামিমের সেঞ্চুরি ২১টি। তার মধ্যে টেস্টে ৯টি। ওয়ানডেতে ১১টি ও টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি আছে তামিমের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর