× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোর স্বাধীন হত্যা মামলায় ৪ জন খালাস

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৩, ২০২০, রবিবার, ৫:১৯ পূর্বাহ্ন

কিশোর শাহজামাল স্বাধীন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে এক জনকে যাবজ্জীবন দিয়ে বাকি চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডার জেরে প্রায় ১০ বছর আগে জামালপুরে শাহজামালকে হত্যা করা হয়। আজ রোববার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আসামিদের আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি করে এই রায় দেয়া হয়।
ফাঁসির পরিবর্তে যাবজ্জীবনদণ্ড প্রাপ্ত আসামি হচ্ছে, জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বী শিশির। হাই কোর্টের খালাস পেয়েছেন জামালপুরের লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, বয়স বিবেচনায় ফজলে রাব্বি শিশিরকে মৃত্যুদন্ডের বদলে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
নি¤œ আদালতে আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারার পরিবর্তে ৩২৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগ সংশোধন করে ৩০২ ধারায় আনা হয়। কিন্তু আসামিদেও সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। চার্জ গঠনে ৩০২ ধারার প্রতিফলন ঘটেনি। এসব বিষয় বিবেচনা করে হাই কোর্ট এ রায় দিয়েছেন বলে জানান মো. বশির উল্লাহ।
জামালপুর সদরের সকাল বাজার এলাকায় ২০১০ সালের ২৩শে মার্চ রাতে রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহজামাল স্বাধীনকে হত্যা করা হয়। জানা গেছে, শাহজামালের একটি মোবাইল ফোন তার বন্ধু সাদ্দাম নিয়ে যায় এবং ফেরত দিতে অস্বীকার করে। এ নিয়ে বাকবিতন্ডার জের ধরে ওই পাঁচ কিশোর শাহজামালকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহজামালের বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর