× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নারী লীগে দুই ম্যাচে ১৯ গোল

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

গোল উৎসব চলছে নারী ফুটবল লীগে। আগের দিন লীগের উদ্বোধনী ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বসুন্ধরা কিংস। কাল দিনের প্রথম ম্যাচে স্ট্রাইকার জান্নাতুলের হ্যাটট্রিকে কুমিল্লা ইউনাইটেডকে  ৬-১ গোলে হারিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে অভিষেক ঘটেছে জামালপুর কাঁচারিপাড়া একাদশের। দিনের অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকোকে ১২-০ গোলের বড় ব্যবধানে হারায় নাসরিন স্পোর্টস একাডেমি। হ্যাটট্রিক করেন আকলিমা খাতুন ও স্বপ্না।
আগেরদিন বসুন্ধরা কিংসের খেলা দেখে অনেকেই মনে করেছিল তাদের চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দল নেই। কাল দুটি ম্যাচ দেখে মনে হয়েছে প্রতিরোধ গড়ে তুলতে পারে কাচারিপাড়া ও নাসরিস স্পোর্টস একাডেমি। বিকেএসপির কোচ আছিয়া খাতুন বীথীসহ ১৪ খেলোয়াড়কে দলে টেনেছে কাঁচারিপাড়া। সঙ্গে টাঙ্গাইল মোনালিসা স্পোর্টস একাডেমির খেলোয়াড় আছেন চারজন।
প্রথম ম্যাচে তারা অন্তত প্রমাণ করতে পেরেছে, অভিজ্ঞতায় সাবিনা খাতুনদের চেয়ে পিছিয়ে থাকলেও একেবারে ফেল না নন তারা। গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে প্রথমার্ধে ৩-১ গোলের লিড নেয় জামালপুর কাঁচারিপাড়া একাদশ। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল। গোলের শুরু ও শেষটা করেন  জান্নাত। ১৪, ৫৭ ও ৮৮ মিনিটে গোল তিনটি করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দশম শ্রেণিতে পড়া এই মেয়ে। ডিফেন্ডার কুরিশা জান্নাতের পা থেকে আসে দুই গোল (১৬ ও ৩৯ মিনিট)। জয়ী দলের অন্য গোলটি তানিয়ার (৬৩ মিনিট)। পরাজিতদের হয়ে ব্যবধান কমান আশা মনি।
দিনের দ্বিতীয় ম্যাচে নওশিরের কল্যাণে মাত্র ছয় মিনিটেই গোলের খাতা খোলে নাসরিন স্পোর্টস একাডেমি। প্রথমার্ধে আরো চার গোল করে দলটি। দ্বিতীয়ার্ধে আসে আরো সাত গোল। যার মধ্যে একাই হ্যাটট্রিকসহ চার গোল করেন আকলিমা খাতুন। হ্যাটট্রিক করেছেন স্বপ্নাও। এছাড়া দুটি করে গোল করেন নওশিন ও উদিতি খাতুন। এক গোল আসে সোহাগীর পা থেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর